ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার মুক্তিযোদ্ধা ব্যাংক কর্মকর্তা হয়রানির শিকার

পেনশন বঞ্চিত

প্রকাশিত: ০৫:৫৩, ১১ জুলাই ২০১৫

পেনশন বঞ্চিত

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ. ১০ জুলাই ॥ বিভাগীয় মামলার ফাইল খুঁজে না পাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গুরুতর অসুস্থ বিশিষ্ট মুক্তিযোদ্ধা মনির উদ্দিন। পরিবারের ধারণা, বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা অথবা ময়মনসিংহ অফিসের কোন না কোন ব্যক্তি অনৈতিক ফায়দা লোটার কৌশল হিসেবে লুকিয়ে রেখেছেন মুক্তিযোদ্ধার ফাইলটি। জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের মনির উদ্দিন এককালের তুখোড় ছাত্রনেতা। বঙ্গবন্ধুর আহ্বানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে জীবন জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি নিয়ে সুদীর্ঘকাল ওই ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। ব্যাংকের চাকরি জীবন শেষে ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি থেকে অবসরে রয়েছেন। এদিকে, ব্যাংকে কর্মরত থাকা অবস্থাতেই একবার ব্রেইনস্ট্রোক ও দু’বার হার্টএটাকে আক্রান্ত হন। বর্তমানে তিনি পঙ্গু অবস্থায় শয্যাশায়ী। ব্যাংকের চাকরি থেকে অবসরে যাওয়ার পর অদ্যাবধি পেনশনের টাকা না পাওয়ায় নিজের সুচিকিৎসা তো দূরের কথা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।
×