ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কায়সার আহমেদ কাজলের দুই এ্যালবাম

প্রকাশিত: ০৭:০৬, ১১ জুলাই ২০১৫

কায়সার আহমেদ কাজলের দুই এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ অডিও অঙ্গনে দুরাবস্থার সময়ে কেউ কেউ ভাল কিছু করার নিঃস্বার্থ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এক্ষেত্রে তরুণদের উদ্যোগ প্রশংসনীয়। তবে সম্মিলিত উদ্যোগের অভাবে বার বার মুখ থুবরে পরছে সঙ্গীত অঙ্গনের বেশিরভাগ প্রচেষ্টা। তা সত্ত্বেও ভাল বাংলা গান সৃষ্টির কর্মযজ্ঞ থেমে নেই। নতুন মৌলিক গান লেখা সুর করা এবং সে অনুযায়ী কম্পোজিনের চেষ্টা করছেন কয়েক টগবগে তরুণ। এ অবস্থায় বর্তমান সময়ে যে কয়েকজন গীতিকার নতুন নতুন গান লেখার কাজে ব্যস্ত পার করছেন তার মধ্যে কায়সার আহমেদ কাজল অন্যতম। এ পর্যন্ত তার লেখা গানে কয়েকটি এ্যালবাম রিলিজ হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে ঈদে, ভালবাসার রঙে এ রাঙিয়ে দিতে, ঈগল মিউজিক পরিবেশন করছে ‘ভালবাসার সাত রঙ’। জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণের সুরের জাদু এবং গীতিকার কাওসার আহমেদ কাজলের কথায় এই এ্যালবামে বর্তমান সময়ের আলোচিত তারকাদের কণ্ঠের সমাবেশ ঘটে। সর্বমোট ৮টি গানের এ এ্যালবামে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, ফাহমিদা নবী, সুমন কল্যাণ, সালমা, বেলাল খান, বেলি, কিশোর, মুহিন, নিশিতা বড়ুয়া এবং পূজা। এ্যালবাম প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন গতানুগতিক ধারার বাইরে এ্যালবামটি করার চেষ্টা করেছি। গানের কথাগুলোর মাধুর্য্য এবং সুরের অপুর্ব সমন্বয়ের ফলে আশা করি শ্রোতাদের মনের আকাশে ‘ভালবাসার রংধনু ছড়াবে। এ এ্যালবামের পাশাপাশি লেজার ভিশন থেকে আসছে কাজলের লেখা সব গানের আর একটি ফোক এ্যালবাম ‘দখিনা বাতাস’। এ্যালবামের গানগুলো সুর করেছেন অনুপ ভট্টাচার্য ও শফি ম-ল। গানগুলো গেয়েছেন শফি ম-ল, দিলরুবা খান, শিমুল খান, রিংকু, সালমা ও বিউটি। এ্যালবামের গানগুলো সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। ভবিষ্যতে অডিও ও চলচ্চিত্র দু মাধ্যমেই মনোনিবেশ করতে চান কাজল। কাজল বলেন, গুণী ওস্তাদের নিয়ে গানের এ্যালবাম করতে চাই। সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশি বেশি করতে চাই। আমি চাই বাংলাদেশের গান বিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরও স্বপ্ন দেখি আমার লেখা গান দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবে।
×