ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরপতনের শীর্ষে উত্তরা ফাইন্যান্স

প্রকাশিত: ০৬:৪০, ১২ জুলাই ২০১৫

দরপতনের শীর্ষে উত্তরা ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লুজারের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স লিমিটেড। আলোচিত সপ্তাহে ১৩.৬৬ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। সাপ্তাহিক বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত সপ্তাহে উত্তরা ফাইন্যান্সের দৈনিক গড়ে লেনদেন করেছে ৭০ লাখ ৬৪ হাজার ৬০০ টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে ৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি। ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৮০ লাখ টাকা এবং এর রিজার্ভের পরিমাণ ৩৯১ কোটি ৫৪ লাখ টাকা। প্রাইম ফার্স্ট ইউনিট ফান্ডের সম্পদ মূল্য ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বৃহস্পতিবার প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের মোট সম্পদ মূল্য ক্রয় মূল্য অনুসারে টাকা ২০ কোটি ৯৭ লাখ ৪২ হাজার ৩০২ এবং বাজার মূল্য অনুসারে টাকা ১৯ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৩৮৪ সকল সম্পদ ও দায় নিষ্পত্তির পর প্রতি ইউনিটে ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে নীট সম্পদ মূল্য ক্রয় মূল্য অনুসারে টাকা ১১৩.৬৮ এবং বাজার মূল্য অনুসারে টাকা ১০৪.৮২ ধার্য করা হয়েছে। প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিট সার্টিফিকেটের প্রতিটি ইউনিট বিক্রয় এবং পুনঃক্রয়ের জন্য যথাক্রমে ১০২ টাকা এবং ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত ২০১৫ পর্যন্ত কার্যকর হবে।
×