ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গাবালীতে ভিজিএফ চাল আটক

প্রকাশিত: ০৬:৫০, ১২ জুলাই ২০১৫

রাঙ্গাবালীতে ভিজিএফ চাল আটক

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ কালোবাজারে বিক্রি করে দেয়া হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ভিজিডি ও ভিজিএফের চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ওই ইউনিয়নের জন্য বরাদ্দ ৯৪ মেট্রিক টন চাল চেয়ারম্যানের কাছ থেকে উদ্ধার করে গুদাম সিলগালা করে দিয়েছে। স্থানীয় লোকজন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গুদামের চার পাশে পাহারা বসিয়েছে। কলাপাড়া-রাঙ্গাবালী সংসদীয় আসন থেকে নির্বাচিত এমপি, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় প্রশাসন ঘটনার খবর পেয়ে অকুস্থলে এসেছেন। শনিবার রাতে আটক চাল মেপে পরীক্ষা করার কথা রয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চরমোন্তাজ ইউনিয়নের এক হাজার একশ’ জেলে পরিবারের জন্য বিশেষ ভিজিএফ খাতে মে ও জুন মাসের জন্য ৮৮ মেট্রিক টন এবং ১৮৭ পরিবারের হতদরিদ্রের জন্য এক মাসের ভিজিডি খাতে ৫ দশমিক ৬১০ মেট্রিক টন চাল সম্প্রতি বরাদ্দ দেয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মুন্সী মঙ্গলবার দুপুরে ওই চাল বিতরণ শুরু করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ বরাদ্দ চালের একটি বড় অংশ খাদ্যগুদাম থেকে উত্তোলনের আগেই বিক্রি করে দেয়া হয়েছে বলে অভিযোগ তোলেন। তারা চাল বিতরণ বন্ধ রেখে তা মেপে পরীক্ষা করার দাবি করেন। রাঙ্গাবালী উপজেলা ত্রাণ দফতরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ শনিবার বিকেলে মোবাইল ফোনে জানান, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সমস্ত চাল উদ্ধার করে গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। এমপি মাহবুবুর রহমান তালুকদার, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার ফরিদউদ্দিনসহ পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাতে সমস্ত চাল মেপে পরীক্ষা করা হতে পারে। চাল কম পাওয়া গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি সম্পর্কে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সী জানান, খাদ্যগুদাম থেকে ১ হাজার ৮৬৩ বস্তা চাল উত্তোলন করা হয়েছে। যা এখানে গুনে সঠিক পাওয়া গেছে। এক ছটাক চালও এখান থেকে কালোবাজারে বিক্রি করা হয়নি। স্রেফ তাকে হয়রানি করার জন্য আওয়ামী লীগের কতিপয় নেতা ভিত্তিহীন অভিযোগ তুলেছে।
×