ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবৈধ ব্যবসা

পাঁচ চক্ষু হাসপাতালকে জরিমানা, ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত: ০৮:০৮, ১২ জুলাই ২০১৫

 পাঁচ চক্ষু হাসপাতালকে জরিমানা, ৪ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে অবৈধভাবে ব্যবসা করার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পাঁচটি চক্ষু হাসপাতালের চারজনকে কারাদ- ও প্রতিষ্ঠানকে অর্থদ-ে দ-িত করেছে। শনিবার দুপুর একটায় র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মোঃ দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন সেন্ট্রাল স্পেশালাইজ্ড আই হাসপাতাল এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতালকে এক লাখ পাঁচ হাজার টাকা করে জরিমানা, রহিমা চক্ষু হাসপাতালকে ৫৫ হাজার টাকা, যাত্রাবাীড় চক্ষু হাসপাতাল ও সালাউদ্দিন চক্ষু হাসপাতালকে ২৫ হাজার টাকা করে জরিমানা করে। আদালত সালাউদ্দিন (২৯), রিপন (৩৫), শিহাব উদ্দিন (৩৪) ও রাজিবুল ইসলামকে (৩৬) ৬ মাস করে কারাদ-ে দ-িত করে। প্রতিষ্ঠান পাঁচটিকে সিলগালা করে দেয়া হয়েছে।
×