ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চৌদ্দগ্রামে বেতন বোনাস দাবিতে জামায়াত নেতার গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৫৭, ১৩ জুলাই ২০১৫

চৌদ্দগ্রামে বেতন বোনাস দাবিতে জামায়াত নেতার গার্মেন্টসে  শ্রমিক বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ জুলাই ॥ চৌদ্দগ্রামে বেতন-বোনাসের দাবিতে এক জামায়াত নেতার গার্মেন্টসে শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকদের ধাওয়া ও হামলার কবল থেকে গার্মেন্টসের কর্মকর্তা রুহুল আমিনকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বস্থ চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, আসন্ন ঈদ উপলক্ষে ওই গার্মেন্টসের সাড়ে চার শ’ শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীর বেতন-বোনাস গত ৯ জুলাই পরিশোধের দিন ধার্য ছিল। কিন্তু বিভিন্ন অজুহাতে রবিবার পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনসহ চেয়ার-টেবিল ভাংচুর করে। এছাড়া বিভিন্ন সময় নির্যাতনের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা ধাওয়া করে গার্মেন্টসের উৎপাদন কর্মকর্তা রুহুল আমিনকে লাঞ্ছিত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গার্মেন্টস কর্তৃপক্ষ সোমবার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলে বিকেলে শ্রমিকরা তাদের বিক্ষোভ স্থগিত করে। গার্মেন্টসের জিএম মুজিবুর রহমান জানান, শ্রমিকদের জন্য রক্ষিত বেতন-বোনাসের ১২ লাখ টাকা চুরি হয়ে যাওয়ায় যথাসময়ে বেতন পরিশোধ করা যায়নি। এছাড়া শ্রমিক নির্যাতনের বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন। গার্মেন্টসটির মালিক জামায়াত নেতা নাইমুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
×