ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণআন্দোলনের সময় হংকংয়ে ৩০ সাংবাদিক নির্যাতিত

প্রকাশিত: ০৫:০৫, ১৩ জুলাই ২০১৫

গণআন্দোলনের সময় হংকংয়ে ৩০ সাংবাদিক নির্যাতিত

হংকংয়ে গতবছর গণতন্ত্রের সমর্থনে ব্যাপক গণআন্দোলনের সময় শহরের সাংবাদিকরা এক নজিরবিহীন নির্যাতনের সম্মুখীন হন। সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক পর্যবেক্ষণ গ্রুপ রবিবার এ কথা বলেছে। খবর এএফপির। হংকংয়ের পরবর্তী নেতা কীভাবে নির্বাচিত হবেন এ ব্যাপারে বেজিং এক রুলিং দেয়ার পর গতবছর শহরে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এবং দু’মাসেরও বেশি সময় জুড়ে রাস্তাগুলোতে গণবিক্ষোভ প্রদর্শন হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। হংকং জার্নালিস্ট এ্যাসোসিয়েশন শহরে সংবাদপত্রের ওপর স্বাধীনতা বিষয়ে রবিবার এক বাৎসরিক রিপোর্টে বলেছে, বিক্ষোভ কর্মসূচীর সময় বিক্ষোভকারীদের বা পুলিশের হাতে হয়রানি বা শারীরিক নির্যাতনের শিকার হন ৩০য়ের বেশি সাংবাদিক। তাদের ওপর পানির বোতল ছুড়ে মারা হয়, তাদের ঘুষি ও লাথি মারা হয় এবং তাদের ক্যামেরা মাটিতে ফেলে দেয়া হয়।
×