ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে ব্যবস্থা ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৯, ১৩ জুলাই ২০১৫

লঞ্চে অতিরিক্ত  যাত্রী নিলে  ব্যবস্থা ॥  নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ জুলাই ॥ এবারের ঈদে লঞ্চে অতিরিক্তি যাত্রী বহন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি প্রত্যেকটি নৌরুটে নৌপুলিশ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। রবিবার দুপুরে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে ঈদে যাত্রীসেবা নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ হলে ফেরিতে নিবিঘেœ তাদের পারাপার করা হবে। এছাড়াও দক্ষিণাঞ্চলের যাত্রীদের উন্নত সেবা দিতে ঢাকা-বরিশাল নৌরুটে ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমভি মধুমতি নামের স্টিমার উদ্বোধন করবেন। এ সময় মন্ত্রী বাংলাদেশ সন্ত্রাস দমনের জন্য বিশ্বে রোলমডেল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, কমোডোর মোজাম্মেল হক, আতাহারুল ইসলাম, কালাম উদ্দিন বিশ্বাস।
×