ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিন্দি সিরিয়াল পর্ব শেষ ॥ এখন চলছে প্রসাধনী

প্রকাশিত: ০৫:২১, ১৩ জুলাই ২০১৫

হিন্দি সিরিয়াল পর্ব শেষ ॥ এখন  চলছে প্রসাধনী

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ হিন্দি টিভি সিরিয়াল আর গানের নাম অনুসারে তরুণীদের স্যালোয়ার-কামিজ কিরণমালা, রিমিক্স কাওয়ালী, কটকটি, পাখি, বজ্রমালাÑ এসবের পর্ব এখন শেষ। যেহেতু সেসব পোশাক তৈরি করে নেয়ার বিষয় রয়েছে, সেহেতু ওই পর্ব আগেই সেরে ফেলেছেন তরুণীরা। আর এখন চলছে শাড়ি এবং জুতো-স্যান্ডেলের পর্ব। এরপরই শুরু হবে প্রসাধনী, বিউটি পার্লারে যাতায়াত আর কাঁচাবাজার পর্ব। সবকিছু মিলেই রংপুরে ঈদের বাজার জমজমাট। তবে এবারে রংপুরের মহিলাদের বেশি পছন্দ দেশীয় শাড়ি। ঈদে সুন্দর একটা পোশাকের জন্য এখন তরুণ-তরুণীরা ছুটছেন এ মার্কেট থেকে সে মার্কেটে। যেটাই হোক পছন্দের একটা ড্রেস তো তাদের চাই-ই চাই। তবে বিক্রেতারা বলছেন, এতদিন তেমন একটা না জমলেও গত কয়েক দিন হয় বাজার বেশ জমেছে। তারা আশা করছেন, ঈদের বাকি এই দিনগুলো মার্কেট আরও জমজমাট হয়ে উঠবে। নগরীর ব্যস্ততম মার্কেট জাহাজ কোম্পানি শপিংমল, জেলা পরিষদ সুপার মার্কেট, মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স, মোস্তফা সুপার মার্কেটে উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতাদের পদচারণা থাকলেও নিম্নবিত্ত শ্রেণীর মানুষও বসে নেই। তারা ছুটছেন ছালেক মার্কেট, হাঁড়িপট্টি বাজারসহ ফুটপাথের বাজারে।
×