ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে দাম চড়া

প্রকাশিত: ০৫:২১, ১৩ জুলাই ২০১৫

ঠাকুরগাঁওয়ে  দাম চড়া

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, ঈদ-উল-ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের ঈদ বাজার। ছোট-বড় মিলে সব দোকানেই এখন ক্রেতাদের ভীড়। যেন কোথাও ঠাঁই নেই অবস্থা। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তৈরি পোশাক আর জুতার দোকানেও বাড়ছে ভিড়। ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন নতুন নামের বাহারি ডিজাইনের পোশাক। রকমারী পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আর ক্রেতা আকর্ষণ বাড়াতে প্রতিটি মার্কেট সাজানো হয়েছে বর্ণিল সাজে। সন্ধার সঙ্গে সঙ্গে এসব দোকান জ্বলে উঠে নানা রংয়ের আলোক সম্ভার। ভোর থেকে মধ্য রাত পর্যন্ত চলে এসব দোকানে বেচা কেনা। ঠাকুরগাঁও শহরের নর্থ সার্কুলার রোড, হাওলাদার সুপার মার্কেট, মৌচাক মার্কেট, টাউন প্লাজা, শাহজালাল শপিং মল, মসজিদ মার্কেট, মাসুদ হাইটস, আইআরএস টাওয়ার, নূরজাহান প্লাজা, আফতাবউদ্দিন চৌধুরী মার্কেট, বাসস্ট্যান্ড মার্কেট, ইয়াকুব মার্কেট, জব্বার মার্কেট, চেয়ারম্যান মার্কেটসহ শহরের বিভিন্ন বিপণী বিতানগুলোতে এ দৃশ্য চোখে পড়ে। ক্রেতারা বলেছেন, এ বছর নতুন নতুন ডিজাইনের পণ্য সামগ্রী বাজারে এলেও দাম গত বছরের চেয়ে এবার ২Ñ৩ গুণ বেশি। তাই সাধ ও সাধ্যের সমন্বয় ঘটানো বড়ই দুঃসাধ্য হয়ে পড়েছে বলে জানান বেশির ভাগ ক্রেতা সাধারণ।
×