ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিভি গাইড বাংলাদেশ এ্যাপের উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ জুলাই ২০১৫

টিভি গাইড বাংলাদেশ এ্যাপের উদ্বোধন

সংস্কৃতি ডেস্ক ॥ মোবাইল এ্যাপ্লিকেশন ’টিভি গাইড বাংলাদেশ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার সকালে ঢাকার প্যান প্যাসিফিক সোনাওগাঁও হোটেলের সুরমা হলে এই উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে এ্যাপসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাটাসফ্ট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেডের এমডি মাহবুব জামান, বৈশাখী টেলিভিশন প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, এসএটিভির অনুষ্ঠান উপদেষ্টা খ ম হারুন, মিডিয়া ব্যক্তিত্ব ম. হামিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর নূর তুষার। প্রসঙ্গত, টিভি গাইড বাংলাদেশ এ্যাপটি ডাটাসফ্ট ও মোবিএ্যাপের একটি যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে। অনুষ্ঠানে মাহবুব জামান বলেন, এই মোবাইল এ্যাপ্লিকেশনে বাংলাদেশের সব কয়টি টেলিভিশন চ্যানেলসহ প্রায় ৩০টি টিভিচ্যানেলের অনুষ্ঠানসূচী দেয়া আছে। খুব তাড়াতাড়ি আরও ৭০টি টিভি চ্যানেলের অনুষ্ঠানসূচী থাকবে। এ্যাপটিতে ব্যবহার করা হয়েছে বাংলা ও ইংরেজী দুটি ভাষা। এই এ্যাপে আছে দিন অনুসারে অনুষ্ঠানসূচী, পছন্দের অনুষ্ঠান খোঁজার সুযোগ, অনুষ্ঠানের বর্ণনা, প্রিয় শিল্পীর নাম অনুসারে সূচী, আছে মাই জোন যেখানে রাখা যাবে পছন্দের তালিকা। এছাড়া আছে প্রিয় অনুষ্ঠান মনে করিয়ে দেয়ার জন্য আছে রিমাইনন্ডার।
×