ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ জুলাই ২০১৫

রাজধানীতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় রমজান আলী (৫০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। তিনি উত্তরা স্কুল এ্যান্ড কলেজের নিরাপত্তা রক্ষী। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১ টার দিকে তেজগাঁও বিএএফ শাহীন কলেজের সামনে রমজান বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে কাফরুল থানার এএসআই মাজারুল ইসলাম তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার সহকারী আবু মুসা সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টুচন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রমজান আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম জানান, বিকেলে রাস্তা পার হওয়ার সময় গ্রামীণ পরিবহন নামে একটি বাস রমজান আলীকে ধাক্কা দেয়। তিনি উত্তরায় সপরিবারের থাকতেন।
×