ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএমই ফাউন্ডেশনের ১০৫টি ট্রেনিং কর্মসূচী

প্রকাশিত: ০৬:০৪, ১৪ জুলাই ২০১৫

এসএমই ফাউন্ডেশনের ১০৫টি ট্রেনিং কর্মসূচী

অর্থনৈতিক রিপোর্টার ॥ এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। গত বছরের ধারাবাহিকতায় ফাউন্ডেশন চলতি অর্থবছরে ১০৫টি ট্রেনিং কর্মসূচী হাতে নিয়েছে। ফাউন্ডেশনেরর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগ, জেলা এমনকি উপজেলা সদরে এসব ট্রেনিং কর্মসূচীর আয়োজন করা হবে। আগামী মাস থেকেই এই ট্রেনিং শুরু হবে। প্রতি ব্যাচে ২৫ থেকে ৩০ জন ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন। ট্রেনিং কর্মসূচীতে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ অংশ গ্রহণের সুযোগ পাবেন। কখন কোন জেলায়, কি বিষয়ের ওপর ট্রেনিং কর্মসূচীর আয়োজন করা হবে তা পত্রিকায় বিজ্ঞাপনের মাধমে জানানো হবে। এছাড়া, এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ফাউন্ডেশনে সরাসরি (০১৭১১৯৭২৩২৩, ০১৭১৩০৬৬৭১২) ফোন করেও এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ফাউন্ডেশন বিগত বছরগুলোতে সারাদেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত প্রায় ৫ হাজার ৯০৮ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে যাদের প্রায় ৭০ ভাগই নারী।
×