ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:০৫, ১৪ জুলাই ২০১৫

পুুঁজিবাজারে সূচক বাড়লেও  লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি সপ্তাহে টানা দ্বিতীয় দিনের মতো দেশের পুঁজিবাজারে সূচকের উর্ধগতি অব্যাহত রয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট ৭১ ভাগ কোম্পানির দরবৃদ্ধির দিনে সোমবারে মূল্যসূচক বেড়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রয়েছে একই চিত্র। আগের দিনের মতো তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর চাহিদা বেশি ছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইতে ৪৯৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি ৪২ লাখ টাকা বা ১১ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৪১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছেÑ এসিআই লিমিটেড, গ্রামীণফোন, আরএকে সিরামিক, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো এবং এসিআই ফরমুলেশন। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আরামিট সিমেন্ট, বিডি ওয়েল্ডিং, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, হাক্কানী পাল্প, সায়হাম কটন, পপুলার ১ম মিউচুয়াল ফান্ড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- প্রথম বাংলাদেশ ফিক্সড মিউচুয়াল ফান্ড, জুটস স্পিনার্স, এসিআই, ইমাম বাটন, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ড, আরএন স্পিনিং ও মাইডাস ফাইনান্স। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ অলিম্পিক এক্সেসরিজ, এসিআই, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, আরামিট সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মা।
×