ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের বিশেষ ‘ইত্যাদি’

প্রকাশিত: ০৬:০৮, ১৪ জুলাই ২০১৫

ঈদের বিশেষ ‘ইত্যাদি’

সংস্কৃতি ডেস্ক ॥ সব শ্রেণী-পেশার মানুষের জন্য নির্মিত বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও বিভিন্ন প্রতœতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানে ‘ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারে ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এবারও ইত্যাদি মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ এই গানটি দিয়ে শুরু হবে। গান এক হলেও প্রতিবারের মতো এবারও রয়েছে শিল্পী নির্বাচন এবং চিত্রায়নে বৈচিত্র্য। ঈদের ইত্যাদিতে এবার একই সঙ্গে গান এবং নাচের আয়োজনে আছেÑ প্রজন্ম যমকের চমক। অর্থাৎ সঙ্গীত তারকা সাবিনা ইয়াসমিন এবং তার কন্যা বাঁধন এবং নৃত্য তারকা মৌ ও তার কন্যা পুষ্পিতাকে এই প্রথম এক সঙ্গে দেখা যাবে ‘ইত্যাদি’র ঈদের মঞ্চে। সাবিনা ইয়াসমিন ও তার কন্যা গাইবেন আর মৌ ও তার কন্যা নাচবেন। এবারের ঈদ ‘ইত্যাদি’তে একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন এ্যান্ড্রু কিশোর। গানটির চিত্রায়নে অংশগ্রহণ করেছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম ও সাঈদ বাবু। গানটি বাংলাদেশ ও দুবাই দুই দেশে চিত্রায়ন করা হয়েছে। এবারের ঈদের একটি বিশেষ পর্বে সাম্প্রতিক সময়ে আলোচিত কিছু বিষয় নিয়ে সাত ভাই চম্পা গানের সুরে একটি গানে অংশ নিয়েছেন আট অভিনয় শিল্পী। স্বামী এবং স্ত্রী’র নানাবিধ কলহ এবং দ্বন্দ্ব নিয়ে তৈরি মিউজিক্যাল ড্রামায় অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, অভিনেত্রী রোজী সিদ্দিকী এবং অভিনেতা আতাউর রহমান। বিদেশীদের পর্বে অর্ধ শতাধিক বিদেশী নাগরিক অংশগ্রহণ করেছেন। নির্বাচিত দর্শকদের পর্বে অংশগ্রহণ করেন অভিনেতা পরিচালক জাহিদ হাসান। থাকছে মামা-ভাগ্নে, নানী-নাতি পর্ব। প্রতিবারের মতো এবারেও ছোট পর্দার বড় আকর্ষণ থাকবে ইত্যাদি। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড। ঈদের পরদিন রাত দশটার ইংরেজী সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ‘ইত্যাদি’ প্রচার হবে।
×