ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনের আপত্তি উপেক্ষা

মালাবার নৌমহড়ায় অংশ নিতে জাপানকে ভারতের আমন্ত্রণ

প্রকাশিত: ০৬:১১, ১৪ জুলাই ২০১৫

মালাবার নৌমহড়ায় অংশ নিতে জাপানকে ভারতের আমন্ত্রণ

চীনের আপত্তি উপেক্ষা করে ভারত এখন আগামী অক্টোবরে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মালাবার নৌমহড়ায় জাপানকেও অন্তর্ভুক্ত করবে। তবে, ভারত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার অংশগ্রহণে একটি পৃথক দ্বিপাক্ষিক নৌমহড়ার স্বাগতিক দেশ হবে। অস্ট্রেলিয়ার মালাবার মহড়াতেও অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। ভারতীয় প্রতিরক্ষা দপ্তর জাপানকে ১৯তম ভারত-যুক্তরাষ্ট্র মালাবার নৌযুদ্ধ মহড়ার প্রাথমিক পরিকল্পনার বাইরে রেখেছিল। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ভার তারা প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছিল। এখন মোদি সরকার সবুজ সংকেত দেয়ায় মালাবার মহড়ার ত্রিপক্ষীয় পরিকল্পনা সম্মেলন এ মাসের শেষনাগাদ জাপানের ইয়োকোসুকায় অনুষ্ঠিত হবে। একটি সূত্র জানায়, ‘এখন জাপানের কাছে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে।’ মালাবার মহড়ার ঠিক আগে ভারত ও অস্ট্রেলিয়া ১১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ভাইজাগের উপকূলের অদূরে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় নৌমহড়ায় অংশ নেবে। ওই মহড়ায় অস্ট্রেলিয়া রণতরী এইচএমএএস আরুন্তা, ট্যাঙ্কার (তেলবাহী জাহাজ) সিরিয়াস, সাবমেরিন এইচএমএএস শিহান নিয়ে এবং ভারত বিমান ও হেলিকপ্টার ছাড়াও একটি ডেস্ট্রয়ার, একটি রণতরী ও একটি ট্যাঙ্কার নিয়ে অংশগ্রহণ করবে। -টাইমস অব ইন্ডিয়া
×