ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে সুবিধাবঞ্চিত ৬শ’ শিশু পেল ঈদের পোশাক

প্রকাশিত: ০৬:১৮, ১৪ জুলাই ২০১৫

রংপুরে সুবিধাবঞ্চিত ৬শ’ শিশু পেল ঈদের পোশাক

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ ভিখারিনী রাবেয়ার ১২ বছরের ছেলে রুমন আর ৯ বছরের মেয়ে সায়মা। এর আগে কোন ঈদে নতুন জামা কিংবা পাঞ্জাবি সন্তানদের দিতে পেরেছেন ঠিক মনে নেই তার। তবে এবার সেই নতুন জামা পাঞ্জাবি পেয়ে যতটা না খুশি হয়েছে সন্তানরা, তারচেয়েও বেশি খুশি রাবেয়া। ৬ বছর আগে রাবেয়ার হকার স্বামী মারা যাবার পর থেকেই তাকে বেছে নিতে হয়েছিল ভিক্ষাবৃত্তি সেই থেকে সন্তানদের দিতে পারেননি নতুন জামা। সোমবার রংপুর বিভাগের ৬০০ পথশিশুকে ৩য়বারের মতো ঈদের নতুন জামা, সালামি ও মেহেদি উপহার দিয়েছে রংপুরের কতিপয় তরুণ তরুণীদের নিয়ে গড়ে ওঠা ‘স্পৃহা’র আয়োজনে প্রজেক্ট নতুন জামা-২০১৫ নামের একটি সংগঠন। সকালে রংপুর টাউন হল চত্বরে ‘বঞ্চিতদের পাশে সবর্দা’ এমন স্লোগান নিয়ে এসব শিশুদের দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে তাদের হাতে তুলে দেয়া হয় ঈদের জন্য এই উপহার সামগ্রী। খুব ভোর থেকেই ওই মাঠে এসে জড়ো হতে থাকে সুবিধাবঞ্চিত শিশুরা। পরে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই পথশিশুদের হাতে উপহার তুলে দেন এর আয়োজকরা। স্পৃহার ইভেন্ট সমন্বয়কারী মাহবুবুর রহমান সায়ন, তাহজিদ ইবনে রউফ উদয় জানান, স্পৃহার ব্যানারে বিত্তবানদের ঘরে ঘরে গিয়ে পথশিশুদের জন্য ঈদের জামার টাকা সংগ্রহ করে তারা আয়োজন করে ‘প্রজেক্ট নতুন জামা-১৫’। এবার তারা ৬শ’ পথশিশুর হাতে যা তুলে দিয়েছে তার মধ্যে রয়েছে ছেলেদের জন্য জিন্সের প্যান্ট আর সার্ট এবং মেয়েদের জন্য স্কাট, সেলোয়ার কামিজ সঙ্গে নগদ টাকা আর মেহেদি।
×