ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে নতুন ডিজাইনের পোশাকের কদর বেশি

প্রকাশিত: ০৬:১৯, ১৪ জুলাই ২০১৫

মুন্সীগঞ্জে নতুন ডিজাইনের পোশাকের কদর বেশি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মফস্বল শহর মুন্সীগঞ্জে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা জমে উঠেছে। টানা কয়েকদিন বৃষ্টি থাকায় মুন্সীগঞ্জে ঈদ বাজার ভাটা পড়লেও এখন বেশ জমেছে। সকাল থেকে শুরু করে মধ্যরাত অবধি বেচাকেনার ধুম পড়েছে। বিপণি বিতানগুলোতে যেন তিল ধারণের জায়গা নেই। শহরের ফ্যাশন হাউসগুলোতে নতুন ডিজাইনের পোশাকের আকর্ষণ বেশি। বরাবরের মতো ঈদ বাজার দখল করে নিয়েছে ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় চরিত্রের বাজারে আসা পোশাকগুলো। চায়নার হরেক রকম পোশাকেরও কদর দেখা যাচ্ছে। তবে রুচিশীল ক্রেতাদের কাছে দেশীয় কারুপণ্য এবং বিভিন্ন দেশীয় পণ্যের প্রতি ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। আকাশচুম্বি দামের কারণে মধ্যবিত্ত ক্রেতারা হিমশিম খাচ্ছে ভিনদেশী পোশাক কিনতে। ভারতীয় চ্যানেল স্টার জলসার কিরণমালা কতটা আমেজ তৈরি করেছে এবারের ঈদের বাজারে যে কেউ গেলেই আঁচ করা যায়। বিক্রেতা জসিম উদ্দিন জানান, ভারতীয় সিরিয়ালের কিরণমালা নামের পোশাকটিতে সাধারণত লম্বা, উপরে কটি থাকে, নিচে ঘের দেয়া। এর সঙ্গে থাকে ফলস, সামনে পেছনে নকশা দু’পাশে দুটি ঝোমকা। এ পোশাকের দাম ৩ হাজার থেকে শুরু হয়ে ১০ হাজার টাকা পর্যন্ত। বিপণি বিতানগুলোর সংখ্যানুপাতে বিদেশী পণ্যের দোকানই বেশি। সেই তুলনায় এখানকার ক্রেতারা সহনীয় মূল্যে দেশীয় পণ্যের ক্রেতা এবার বেশি।
×