ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিতে যাচ্ছেন স্টার্লিং

প্রকাশিত: ০৬:২৩, ১৪ জুলাই ২০১৫

ম্যানসিটিতে যাচ্ছেন স্টার্লিং

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন রাহিম স্টার্লিং। প্রতিবেদনে এমন খবরই উঠে এসেছে। আর প্রিমিয়ার লীগের অন্যতম সফল ক্লাব ম্যানসিটির কাছে রাহিম স্টার্লিংকে ৪৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ছেড়ে দিতে রাজি হয়েছে লিভারপুল। এবারের গ্রীষ্মকালীন দল বদলের বাজারে ইংল্যান্ডের এই স্ট্রাইকারকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। লিভারপুল ছেড়ে দেয়ার আগ্রহের কথা প্রকাশ হতেই তাকে দলে নিতে বড় দলগুলো তৎপরতা শুরু করে। কোচ ব্রেন্ডন রজার্সকেও দল ত্যাগের বিষয়টি অবহিত করেছিলেন স্টার্লিং। যদিও প্রাক মৌসুম সফরে লিভারপুল দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে রবিবার তাকে দল থেকে বাদ দেয়ার মাধ্যমে সিটির সঙ্গে সম্পর্কের বিষয়টি আরও নিশ্চিত হয়েছে। ইতোমধ্যেই কয়েক দফা স্টার্লিংয়ের দল বদলের দর নিয়ে আলোচনা শেষে ৪৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে ছেড়ে দিতে রাজি হয়েছে লিভারপুল। এর সঙ্গে বোনাস হিসেবে আরও ৫ মিলিয়ন পাউন্ড রয়েছে। এবারের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি দুইবার স্টার্লিংকে দলে নেয়ার জন্য কাজ করেছিল। কিন্তু দুইবারই তাদের প্রস্তাব নাকচ করে দেয় রেডসরা। অবশেষে তৃতীয় প্রস্তাবে ২০ বছর বয়সী তারকা এই স্ট্রাইকারের বিষয়ে সম্মতি দিয়েছে লিভারপুল। রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে স্টার্লিং সিটিতে যোগ দিতে যাচ্ছেন। এর আগে ৩৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে সার্জিও এ্যাগুয়েরোকে দলে ভিড়িয়েছিল সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটি। কিন্তু গত মৌসুমে চেলসির কাছে শিরোপা হারায় তারা। আর সেই জন্যই নতুন মৌসুম শুরুর আগেই সেরা দল গঠনের চিন্তায় কাজ করছেন ম্যানুয়েল পেলেগ্রিনি। কেননা তাদের লক্ষ্য একটাই আসছে মৌসুমে হারানো শিরোপা পুনরুদ্ধার করতে চায় তারা। সেক্ষেত্রে লীগের অন্য দলগুলোও নিজেদের প্রস্তুত করছেন সেরা খেলোয়াড়দের নিয়ে।
×