ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গত সপ্তাহে রেমিটেন্স এসেছে ৪৪৮ মিলিয়ন ডলার

প্রকাশিত: ০৪:১৭, ১৫ জুলাই ২০১৫

গত সপ্তাহে রেমিটেন্স এসেছে ৪৪৮  মিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। গত সপ্তাহে প্রবাসীরা ৪৪৮ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা সপ্তাহ হিসেবে এ যাবতকালে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হিসেবে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, ২০১৩ সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রেমিট্যান্স আসে ৪৭২ মিলিয়ন ডলার। এটাই এ যাবতকালের সর্বোচ্চ। এরপর চলতি মাসের ৪Ñ১০ জুলাই সময়ে প্রবাসীরা ৪৪৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ সময় ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৫ মিলিয়ন ডলার। সোনালী ব্যাংকের মাধ্যমে ৩৮ মিলয়ন, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৫১ মিলিয়ন ও জনতা ব্যাংকের মাধ্যমে ৩৮ মিলিয়ন ডলার। যদিও গড়ে প্রতি সপ্তাহে ৪০০ মিলিয়নের বেশি রেমিট্যান্স আসে না। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদ উপলক্ষে প্রিয়জনদের কাছে থাকতে না পারলেও কিছুটা বাড়তি অর্থ পাঠানোর চেষ্টা করেন প্রবাসীরা। এছাড়া যারা নিয়মিত রেমিট্যান্স পাঠান না, তারাও এ সময় অর্থ পাঠিয়ে থাকেন। এ কারণে ঈদের সময় কিছুটা বাড়তি রেমিট্যান্স আসে। তথ্য মতে, চলতি বছরের জুনে রেমিট্যান্স আসে ১ হাজার ৪৩১ মিলিয়ন ডলার, মে মাসে ১ হাজার ৩২১ মিলিয়ন ডলার ও এপ্রিলে ১ হাজার ৩২১ মিলিয়ন ডলার। ২০১৪Ñ১৫ অর্থবছর রেমিট্যান্স আসে ১৫ হাজার ৩০৯ মিলিয়ন ডলার। ২০১৩Ñ১৪ অর্থবছর যা ছিল ১৪ হাজার ২২৮ মিলিয়ন ডলার।
×