ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদে টিভি ফ্রিজ বিক্রি বেড়েছে ৫০ ভাগ

প্রকাশিত: ০৪:১৮, ১৫ জুলাই ২০১৫

ঈদে টিভি ফ্রিজ বিক্রি বেড়েছে ৫০ ভাগ

ঈদ সামনে রেখে ফ্রিজ ও টেলিভিশন বিক্রি বেড়েছে ৫০ ভাগ। রেকর্ড পরিমাণ বিক্রিতে চাঙ্গা ইলেক্ট্রনিক্স শিল্প। বেতন-বোনাসের টাকা পেয়েই ক্রেতারা ছুটছেন টিভি ও ফ্রিজের শো-রুমগুলোতে। নগদ টাকার পাশাপাশি সহজ কিস্তিতে বিক্রি হওয়ার সুবাধে ভোক্তারা সহজেই তার পছন্দমতো পণ্যটি কিনে নিতে পারছেন। ঈদ সামনে রেখে এবার রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রি করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। গত বছরের চেয়ে এ বছর ৪৫ শতাংশ বেশি বিক্রি হয়েছে কোম্পানিটির উৎপাদিত ফ্রিজ। এরই মধ্যে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সেইসঙ্গে টিভি সেটও বিক্রি হচ্ছে রেকর্ড পরিমাণ। এছাড়া প্রতিষ্ঠানটির মোবাইল ফোন, এসি এবং হোম এ্যাপ্লায়েন্স বিক্রিও বেড়েছে ব্যাপকহারে। একই সঙ্গে যমুনা, মাইওয়ান, নিপ্পন, আমদানিকৃত বিদেশী ব্র্যান্ড হায়েস এ্যান্ড হায়ার, র‌্যাংগস, বাটার ফ্লাই, এলজি, সিঙ্গারসহ অন্যান্য কোম্পানির ফ্রিজ ও টিভি বিক্রি বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×