ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাই সীমান্তে চোরাই পথে আসছে মোটর সাইকেল

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ জুলাই ২০১৫

চাঁপাই সীমান্তে চোরাই পথে আসছে মোটর সাইকেল

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ঈদকে সামনে রেখে কয়েক হাজারেরও অধিক ভারতীয় মোটরসাইকেল চলাচল করছে চাঁপাইনবাবগঞ্জসহ পুরো জেলাই। চালকদের অধিকাংশ তরুণ ও যুবক। এসব মোটরসাইকেলের কোনটিরও কোন কাগজপত্র ও নাম্বার প্লেট নেই। এসব মোটরসাইকেলের সহস্রাধিক চোরাই বলে জানা গেছে। একইভাবে ৫০টিরও অধিক চোরাই মাইক্রো চলাচল করছে ব্যক্তি মালিকানা ভাড়ায়। ট্রাফিক বিভাগকে ম্যানেজ করে এসব অবৈধ যানবাহন রাস্তায় চলাচল করছে। ঈদকে সামনে রেখে ট্রাফিক বাড়িয়েছে দিনের রেট। সামনে পড়লেই নগদ মিটিয়ে চলতে বাধ্য হচ্ছে। মনে হবে অধিক হারে অবৈধ গাড়ি রাস্তায় নেমে আসার ব্যাপারে ট্রাফিক সহযোগিতা দিচ্ছে। এসব চোরাই মোটরসাইকেল ও মাইক্রো ভুয়া নাম্বার প্লেট ঝুলিয়ে রেখেছে। যাদের নেই তারা কাগজপত্রের জন্য দরখাস্ত করেছে বলে বৈধ চেষ্টা করছে কিংবা ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করছে। এদের সঙ্গে অলিখিত যোগাযোগ রয়েছে বিআরটিএ। এসব কাজের জন্য বা বিআরটিএ ম্যানেজ করতে শহরে ৫০ এর অধিক দালাল নিয়োজিত রয়েছে। জেলায় ভুয়া নাম্বারের মধ্যে অধিকাংশ গাড়িতে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, বরগুনা, কুমিল্লা, খুলনার নাম্বার দেখা যাবে। সরবরাহ করেছে বিআরটিএ। জেলার শিবগঞ্জ উপজেলায় ভারতীয় চোরাই মোটরসাইকেলের সংখ্যা সবচেয়ে বেশি। চোরাই পণ্য বহনে ব্যবহার হচ্ছে এসব মোটরসাইকেল। শিবগঞ্জের আজমতপুর, মনাকষা, তারাপুর, তেলকুপি সীমান্তে সড়ক পথে চোরাই মোটরসাইকেল ঢুকছে। ভোলাহাট সীমান্তে একই অবস্থা। স্কট, হিরো, বাজাজের ১০০ ও ১৩৫ সিসি মোটরসাইকেল বেশি আসছে। মনাকষা বাজারে প্রতিদিন রাতে লাইন ধরে চোরাই মোটরসাইকেল প্রবেশ করে। মোটরসাইকেল প্রবেশকালে চোরাকারবারিরা মারাত্মক আগ্নেও অস্ত্রে সজ্জিত থাকে।
×