ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদকে ঘিরে ভৈরবে চলছে পিঠা তৈরির ধুম

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ জুলাই ২০১৫

ঈদকে ঘিরে ভৈরবে চলছে পিঠা তৈরির ধুম

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৪ জুলাই ॥ ঈদের কেনাকাটার পাশাপাশি শহর-গ্রামের সবখানে চলছে পিঠা তৈরির ধুম। কোন পিঠা উৎসবের জন্য নয়। ঈদের দিন আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ অতিথিদের আপ্যায়ন করতে নানা রকমের পিঠা। ঈদের দিনে আনন্দ উপভোগ করতে গ্রামের বধূ কিশোরী সকলে ব্যস্ত এখন পিঠা বানানোর কাজে। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি। হাতে সময় নেই। শহর ও গ্রামের সব বয়সের মানুষ ব্যস্ত ছিল তাদের নতুন পোশাক কেনার কাজে। শুধু পোশাক কেনাকাটা করলেইতো হবে না। ঈদের দিন অতিথিদের আপ্যায়ন করতে হবে। তাই কিশোরী থেকে শুরু করে তরুণী ও গৃহবধূরা বসে পড়েছে পিঠা বানানোর কাজে। শহরের পাড়া মহল্লা ও গ্রামের উঠানে, ঘরের আঙিনায় বসে কিশোরী ও তরুণীদের পিঠা বানানোর দৃশ্য এখন চোখে পড়ার মতো। চ-িবের গ্রামের গৃহবধূ আকলিমা জানান, বাজার থেকে কেনার চেয়ে হাতে তৈরি পিঠা অনেকে ভালবাসে। তাই অতিথিদের ভাল খাবার পরিবেশনের জন্য কাটাকাটি পিঠা, ঝিলমিল, নারু, সিরিজ পিঠা দুইবিরানী পিঠাসহ পিঠা তৈরি হচ্ছে হরেক রকম।
×