অনলাইন |
আজকের পত্রিকা |
ফিচার পাতা |
সাময়িকী |
স্পোর্টস রিপোর্টার । ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বছরে দু’বার আবাল-বৃদ্ধ-বণিতা মেতে ওঠেন ঈদের বিমলানন্দে। ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরাও এর বাইরে নন। ব্যস্ত ক্রীড়াসূচীর বাইরে এই ঈদের ছুট পেলেই তারা বর্তে যান। চেষ্টা করেন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ঈদের ছুটি কাটাতে। কিন্তু সবার ভাগ্যে কি তা থাকে? থাকে না। এই যেমন ¯^াভাবিকভাবে ঈদ পালন করা হচ্ছে না দেশের দুই তারকা ক্রীড়াবিদ গলফার সিদ্দিকুর রহমান এবং আরচার ইমদাদুল হক মিলনের। সুইজারল্যান্ডে ওমেগা মাস্টার্সে গলফ টুর্নামেন্টে অংশ নিতে ১৯ জুলাই সেদেশে যাচ্ছেন সিদ্দিকুর। যদি ১৮ তারিখ ঈদ হয়, তাহলে সৌভাগ্যবশত বাংলাদেশেই ঈদ পালন করতে পারবেন। নইলে জীবনে এই প্রথমবারের মতো ঈদ কাটাতে হবে বিমানে!’ আরও একটি কারণে এই ঈদ সিদ্দিকুরের জন্য স্মরণীয়, ‘বিয়ের পর এটাই আমার প্রথম ঈদ!’
আগামী ২৩ জুলাই বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপ খেলতে ডেনমার্ক যাবেন আরচার ইমদাদুল হক মিলন। বর্তমানে অনুশীলন ক্যাম্পে আছেন তিনি। ফলে ঈদে বাড়ী যেতে পারবেন না। ‘ক্যাম্পেই ঈদ কাটাতে হবে এবার। খুব খারাপ লাগছে। পবিারকে অনেক মিস করব। গত বছরও এমন অভিজ্ঞতা হয়েছিল। ক্যাম্পের কর্মকর্তারা বলেছেন তারা ঈদের দিনে আমাদের একটা গাড়ি দেবেন। সেটা নিয়ে ঢাকায় বিভিন্ন জায়গায় আমরা আরচাররা ঘুরব।’