ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:৩৯, ১৬ জুলাই ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ই-কমার্স বলতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবাকর্ম - র. ক্রয়-বিক্রয় করাকে বোঝায় রর. ফরমায়েশ প্রদান করাকে বোঝায় ররর. লেনদেন করাকে বোঝায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. উদ্যোক্তার গুণাবলী হলো- র. আত্মবিশ্বাস, স্বাধীনতা, অধ্যবসায় রর. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল ররর. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩. কোনটি বেসরকারি সংস্থা? ক) ইঝই খ) ওঈই গ) ইওঞঅঈ ঘ) ইজঅঈ ৪. সবচেয়ে প্রাচীন ব্যবসায়ের সংগঠন কোনটি? ক) কোম্পানি খ) অংশীদারি গ) ব্যবসায় জোট ঘ) একমালিকানা ৫. ঘরে বসে খুচরা পণ্য ক্রয়ের পদ্ধতিটিকে কী বলে? ক) ই-মার্কেটিং খ) ই-ব্যাংকিং গ) ই-কমার্স ঘ) ই-রিটেইলিং ৬. বিআরডিবির মুখ্য উদ্দেশ্য কোনটি? ক) ঋণ সরবরাহ খ) কর্মসংস্থান সৃষ্টি গ) ফসলি জমি প্রদান ঘ) সহজ শর্তে ফসল প্রদান ৭. অনলাইনে পণ্যসামগ্রী বিক্রয়ের প্রক্রিয়াকে কী বলা হয়? ক) ব্যবসায় খ) বাণিজ্য গ) হোম সার্ভিস ঘ) ই-কমার্স ৮. ই-মেইল মার্কেটিং-এর সুবিধা হলোÑ র. খরচ কম রর. দ্রুততম ররর. সকলের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্যসংখ্যাÑ র. ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন হবে রর. ২ থেকে ১০ জন হবে ররর. ২ থেকে ২০ জন হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. প্রত্যক্ষ সেবাকে কত ভাগে ভাগ করা যায়? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১১. যে জ্ঞানবোধ ও আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে তাকে কী বলে? ক) নৈতিকতা খ) মূল্যবোধ গ)সামাজিকতা ঘ) রীতি-নীতি ১২. ইংল্যান্ড-এ পেটেন্ট সনদ চালু হয় কত শতকে? ক) ত্রয়োদশ খ) পঞ্চদশ গ) চতুর্দশ ঘ) ষোড়শ ১৩. কোম্পানি নিবন্ধনের জন্য বেশি প্রয়োজন? ক) কোম্পানির বিবরণপত্র খ) স্মারকলিপি গ) সংঘ-বিধি ঘ) মানপত্র ১৪. রাষ্ট্রীয় মালিকানায় ব্যবসায় গড়ে তোলা হয় - র. পণ্যের মূল্য কম রাখার জন্য রর. চাহিদা ও সরবরাহের সমতা বিধানের জন্য ররর. পণ্য মূল্য স্থিতিশীল রাখার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫. ব্যবসায়িক কাজ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করা প্রয়োজন? ক) কুরিয়ার সার্ভিস খ) অনলাইন পদ্ধতি গ) সাংকেতিক পদ্ধতি ঘ) টেলিফোন পদ্ধতি ১৬. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়Ñ র. প্রাকৃতিক কারণে রর. অপ্রাকৃতিক কারণে ররর. ব্যবসায়িক কারণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. কিসের মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতার নিকট প্রয়োজনীয় পণ্য হাজির হওয়া যায়? ক) ব্যানারের খ) টেলিভিশনের গ) ইন্টারনেটের ঘ) রেডিওর ১৮. কোন শিল্পের অধিকাংশ কাজই পারিশ্রমিকের বিনিময়ে নিয়োজিত শ্রমিক দ্বারা সম্পাদিত হয়? ক) কুটির শিল্প খ) ক্ষুদ্র শিল্প গ) তাঁত শিল্প ঘ) পাটজাত শিল্প ১৯. অগ্নিজনিত কারণে সম্পত্তির ক্ষতিপূরণ করে কোন বিমা? ক) সম্পত্তি বিমা খ) অগ্নি বিমা গ) নৌ বিমা ঘ) যানবাহন বিমা ২০. সামাজিক পরিবেশের উপাদান হলো- র. আইনশৃঙ্খলা রর. পরিবেশ সংরক্ষণ ররর. ভোক্তাদের মনোভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. নিচের কোন কাজটি শুধুই আত্মকর্মসংস্থান ব্যবসায় উদ্যোগ নয়? ক) চা-পুরির দোকান দেওয়া খ) ভ্যানগাড়িতে করে তরকারি বিক্রয় গ) ভাড়া নিয়ে ভ্যানগাড়ি চালানো ঘ) বাড়ি বাড়ি থেকে মুরগি কিনে বিক্রয় ২২. দেশের শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণের জন্য সর্বাধিক প্রয়োজনÑ র. অর্থ ও ঋণের সহজ ও পর্যাপ্ত সরবরাহ রর. স্থিতিশীল ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ ররর. কৃষির উৎপাদন কমিয়ে শিল্পের উৎপাদন বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. একজন সফল উদ্যোক্তা গতিশীল নেতৃত্ব দানের অধিকারী হয়ে থাকেনÑ র. উদ্যোক্তা পূর্বেই ঝুঁঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করে রর. ঝুঁকিকে মোকাবিলা করার জন্য পূর্বপ্রস্তুতি গ্রহণ করে ররর. বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক ও পণ্যের ভোক্তা সবচেয়ে কাছাকাছি অবস্থান করে কোন ব্যবসায় সংগঠন? ক) একমালিকানা খ) অংশীদারি গ) হোল্ডিং কোম্পানি ঘ) সমবায় সমিতি ২৫. মোরশেদ ও মোজাম্মেল দু’জনে মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেছে। তারা তৃতীয় একটি পক্ষের নিকট ইমরানকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় যদিও সে অংশীদার নয়। ইমরান এক্ষেত্রে মৌনতা অবলম্বন করে। এক্ষেত্রে ইমরানকে কী ধরনের অংশীদার বলা যাবে? ক) ঘুমন্ত অংশীদার খ) নামমাত্র অংশীদার গ) আচরণে অনুমিত অংশীদার ঘ) প্রতিবন্ধ অংশীদার
×