অনলাইন |
আজকের পত্রিকা |
ফিচার পাতা |
সাময়িকী |
নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের পাশ থেকে বিলকিস বেগম নামে এক নারির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে নিহতের মৃতদেহ ঝিনাইদহ হাসপাতাল মর্গে পোষ্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিলকিসের স্বামী শিমূল বিশ্বাসকে গ্রেফতার করেছে।
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, লোক মারফত খবর পেয়ে লাঙ্গলবাঁধ বাজারের পাশে বাড়ি থেকে পুলিশ বিলকিস বেগম নামে এক নারির মৃতদেহ উদ্ধার করা হয়। সে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে তার স্বামী প্রচার চালায়। অপর দিকে বিলকিসের বাবার বাড়ির লোকেরা অভিযোগ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিলকিসের স্বামী শিমূল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান