ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহানন্দের ভাগী হোক বাংলার হিন্দু-মুসলমান

প্রকাশিত: ২১:৪৪, ১৭ জুলাই ২০১৫

মহানন্দের ভাগী হোক  বাংলার হিন্দু-মুসলমান

অন্তরে ধারণ করতে হবে ত্যাগের মহিমা বিসর্জন দিতে হবে ছোট-বড় ধনী গরিব আত্ম গরিমা ভাসমান ছিন্নমূল শিশুর মুখে আপনার ভালোবাসায় ফুটুক হাসি ওদের লাগি আপনার একটুকু মায়া-মমতা বয়ে আনুক আনন্দ রাশি রাশি ধনী-নির্ধন সব ভুখা-ভিখারি একসাথে যেন গাইতে পারে ঈদ আনন্দের সারি ফকির মিসকিন আপনার দ্বারা কষ্ট যেন না পায় কেউ ঈদের দিন পর সন্তানে কিনে দিতে হবে নতুন জামা কাপড় পর-সন্তানে বিলিয়ে দিতে হবে নিজ সন্তানের আদর যেমন পারেন যদি দিন না কিনে একগাছি কাঁচের চুড়ি দেখবেন কত খুশি হয় পাশের বাড়ির গরিব মেয়ে নুরী ঈদ মোবারকÑ সমাজে প্রতিষ্ঠিত হোক সাম্য মৈত্রী-ভ্রাতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি সবার অন্তরে বেজে উঠুক মিলনের অমর গীতি সকল প্রাণে আজ ছুটছে খুশির বান মহানন্দের ভাগী হোক বাংলার হিন্দু-মুসলমান অমিত দাস চন্দ্রনাথ ডিগ্রী কলেজ, নেত্রকোনা থেকে
×