ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদ জামাত কোথায় কখন

প্রকাশিত: ০৩:৫৫, ১৭ জুলাই ২০১৫

ঈদ জামাত কোথায় কখন

জনকণ্ঠ ডেস্ক ॥ আজ চাঁদ দেখা গেলে কাল শনিবার পালিত হবে ঈদ-উল-ফিতর। সকালে ঈদের জামাত দিনের সূচনা করবে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। কোথায় কখন ঈদের জামাত, তা জানিয়েছেন স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা- চট্টগ্রাম পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান দুটি জামাত আয়োজন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এমএ আজিজ স্টেডিয়ামের সামনে নতুন প্রাকটিস মাঠে এবং সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সকাল ৮-৩০ মিনিটে পৃথক প্রধান জামাত দুটি অনুষ্ঠিত হবে। জমিয়তুল ফালাহ ময়দানে সকাল ৯-১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে ৮-১৫ মিনিটে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় তিন শতাধিক মসজিদ, খোলা মাঠ ও ঈদগাহ ময়দানে পৃথক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮-০০টা : বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়াম, খলিফা পট্টি বাইতুন নুর জামে মসজিদ, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ লাইন ময়দান। সকাল ৮-৩০ টায় : আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম, মিয়াখান নগর বেলায়েত খাঁ জামে মসজিদ, মেহেদীবাগ সিডিএ জামে মসজিদ, মোমিন রোড কদম মোবারক এতিমখানা জামে মসজিদ, চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসা, ধলিয়ালাপাড়া বাইতুশ শরফ জামে মসজিদ, জাম্বুরী ময়দান, তিন পুলের মাথা হাজী গোলাম রসূল ওয়াকফ এস্টেট জামে মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড পাবলিক স্কুল মাঠ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দান, হযরত শাহ সুফী আমানত খান দরগা মসজিদ, হযরত বায়েজিদ বোস্তামী দরগা মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগা ময়দান, নাসিরাবাদ বয়েজ স্কুল মাঠ, চান্দগাঁও টার্মিনাল বাইতুশ শরফ জামে মসজিদ, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, পাহাড়তলী পুলিশ বিট জামে মসজিদ, আসাদগঞ্জ ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা, টাইগারপাস কেন্দ্রীয় জামে মসজিদ, ষোলশহর বন গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদ, হামজারবাগ হামজা খাঁ শাহী জামে মসজিদ, পাঁচলাইশ হাজীপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা মসজিদ, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা, ব্যাটারিগলি বাইতুন আমিন জামে মসজিদ, উত্তর সত্বা গাউছিয়া হাফিজিয়া এতিমখানা, মুরাদপুর বিশ্বরোড মসজিদে বেলাল ইসলামী কমপ্লেক্স, খাতুনগঞ্জ শমসের খান ওয়াকফ এস্টেট জামে মসজিদ, মাদ্রাসাতুল ইসলামিয়া মিসবাহুল উলুম ময়দান, পাথরঘাটা বান্ডেল রোড হাজী সুফী সোবহান সওদাগর ও নুরনাহার বেগম জামে মসজিদ, বক্সিরহাট হাজী শরীয়তুল্লাহ সওদাগর জামে মসজিদ, আসাদগঞ্জ গাছপট্টি জামে মসজিদ, আলকরণ জামে মসজিদ, বক্সিরহাট হাজী শরীয়তুল্লাহ সওদাগর জামে মসজিদ, ফিরিঙ্গীবাজার বংশাল রোড মহল্লা জামে মসজিদ, বক্সিরহাট পীর বদর আউলিয়া জামে মসজিদ, জিআরপি পুলিশ লাইন ময়দান, পাথরঘাটা মধু বেপারী হাজী নজু মিয়া লেইন জামে মসজিদ, হাটহাজারী বালুছড়া বাইতুল কাদের মসজিদ, মসজিদে নুর মাদ্রাসা রশিদিয়া হাফিজিয়া এতিমখানা, সদরঘাট পুরাতন পোর্ট কলোনি ঈদগা, দেওয়ানবাজার সিরাজ-উদ-দৌলা রোড হাজী তবিয়ত খাঁ মসজিদ, ব্যাটারি গলি জেআই মাদ্রাসা, সরাইপাড়া বিশ্বরোড শাহ মডেল সোসাইটি আবদুল মালেক জামে মসজিদ, সরাইপাড়া কাজিরদীঘি জামে মসজিদ, পাহাড়তলী হাজী ক্যাম্প জামে মসজিদ, চান্দগাঁ হামিদচর জামে মসজিদ, কালুরঘাট আল আমিন বাড়িয়া ঈদগা, ঘাটফরহাদবেগ আতরজান বিবি মসজিদ, আলকরণ বাইতুল মামুর জামে মসজিদ, মোহরা কাদেরিয়া ঈদগা ময়দান, কলেজ রোড হযরত মোল্লা মিসকিন শাহ জামে মসজিদ, বাকলিয়া মিয়াখাননগর মাদ্রাসায়ে মোজাহের উলুম, কালামিয়া বাজার কামাল ই ইশকে মোস্তফা (দ) কমপ্লেক্স মসজিদ, কালুরঘাট চিটাগাং ম্যানুফ্যাকচারিং মসজিদ, বহদ্দারহাট ওয়াপদা কলোনি, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, ঝাউতলা রেল স্টেশন জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যানের বিপরীতে জামে মসজিদ, কালুরঘাট বাহার সিগন্যাল মসজিদে গাউছুল আজম জিলানী (রা.), কালুরঘাট এফআই ডিসি কমপ্লেক্স, ফিরিঙ্গী বাজার অঙ্গীকার ক্লাব মাঠ, বক্সিরহাট হাজী শরীয়তউল্লাহ সওদাগর মসজিদ, বীর বদর আউলিয়া জামে মসজিদ, পাঁচলাইশ মাইজ্যা বিবি শাহী জামে মসজিদ, ফয়স লেক মাদ্রাসা নুরীয়া ঈদগা, ফিরিঙ্গীবাজার জামে মসজিদ, স্টেশন রোড জামে মসজিদ, জাকির হোসেন রোড নিউ ঝাউতলা জামে মসজিদ, ওমর গনি এমইএস কলেজ ময়দান, দেওয়ানবাজার বাংলাদেশ ইসলামী একাডেমি, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ, অক্সিজেন আবাসিক এলাকা বাইতুশ সালাম ঈদগা, বন্দর টিলা দক্ষিণ হালিশহর কাটাখালী হযরত আলী শাহ (রা.) প্রাইমারী স্কুল মাঠ, হালিশহর হাউজিং এস্টেট ময়দান, উত্তর হালিশহর হাউজিং প্রাইমারী স্কুল, পাহাড়তলী নেছারিয়া মাদ্রাসা, আমবাগান সরদার বাহাদুর নগর ঈদগা ময়দান, বায়েজিদ বোস্তামী গাউছুল আজম জামে মসজিদ, জামালখান হাজী সালেহ জহুর জামে মসজিদ, পশ্চিম বাকলিয়া চান্দমিয়া মুন্সী রোড জামে মসজিদ, পাঁচলাইশ হাজীপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা মাঠ, পাঁচলাইশ আমিন জুটমিল, স্ট্যান্ড রোড বাংলাবাজার রশিদ বিল্ডিং চত্বর, হাটহাজারী লালিয়ারহাট কেন্দ্রীয় ঈদগা, প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া মাদ্রাসা, স্ট্যান্ড রোড হাজী নজু মিয়া সওদাগর জামে মসজিদ, পাঁচলাইশ চালিতাতলি ঈদগা ময়দান, পশ্চিম মাদারবাড়ী জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন মসজিদ, মিয়াখান নগর খান বাহাদুর জামে মসজিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ঈদগা ময়দান, পটিয়া এয়াকুবদ-ী কেন্দ্রীয় জামে মসজিদ। ৯-১৫ টায় : লালদীঘি ময়দান, জমিয়তুল ফালাহ ময়দান (দ্বিতীয় জামাত রাজশাহী ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তবে বৈরী আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর সাহেব বাজার বড় রাস্তায় এবং একই সময় টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি কর্পোরেশন, ইমসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহমখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া সূত্রমতে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে (তেরখাদিয়া) ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, সিরোইল সরকারী হাই স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত হলে সকাল ৮টায় প্রথম জামাত হবে বায়তুল আমান জামে মসজিদে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়। অপরদিকে নগরীর বুলনপুর ঈদগাহ মাঠে ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহে সাড়ে ৮টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান, কাঁঠালবাড়ীয়া ঈদগাহ ময়দান, রায়পাড়া ঈদগাহ ময়দান, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্তান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। খুলনা প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে এবং দ্বিতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে সকাল আটটায়, সকাল নয়টায় এবং সকাল ১০টায় পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায় প্রশাসনিক ভবনের সামনে, ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়, খালিশপুর ঈদগাহ ময়দানে সকাল সোয়া আটটায় এবং নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ, বায়তুন নূর জামে মসজিদ, খুলনা আলীয়া মাদ্রাসা জামে মসজিদসহ অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বগুড়া প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের সূত্রাপুরে কেন্দ্রীয় সম্প্রসারিত ঈদগাহে সকাল ৯টায়। বর্ষার এই সময়টায় ঈদের দিনে আবহাওয়া অনুকূলে না থাকলে শহরের প্রত্যেক পাড়া ও মহল্লার মসজিদে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত হবে। প্রয়োজনে একাধিক জামাত হবে। জেলা প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় জামে মসজিদ, সেন্ট্রাল মসজিদসহ সকল মসজিদে ঈদ জামাতের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। শুষ্ক আবহাওয়ায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ, করনেশন স্কুল মাঠ, পুলিশ লাইন্স ময়দান, সরকারী আযিযুল হক কলেজ পুরাতন ভবন মাঠ, সুলতানগঞ্জপাড়া ঈদগাহ, ঠনঠনিয়া ঈদগাহ, ফুলবাড়ি ঈদগাহ, আটাপাড়া আল্লামিয়াতলা ঈদগাহ, নারুলী ঈদগাহ, চেলোপাড়া ঈদগাহ, গোকুল ঈদগাহ, ফুলদীঘি ঈদগাহ, চকসুত্রাপুর ঈদগাহে সকাল ন’টা থেকে দশটার মধ্যে ঈদের জামাত হবে। মহাস্থানগড় মাজার সংলগ্ন কলেজ মাঠে ঈদের জামাত হবে সকাল ন’টায়। কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলায় ঈদ-উল-ফিতরের নামাজ বিভিন্ন সময় অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম কালেকটরিয়েট মাঠে সকাল ৯টায়, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সোয়া ৯টায় প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত সকাল পৌনে ১০টায়, মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া রিভারভিউ স্কুল মাঠে, সাত্তার স্কুল মাঠে, খলিলগঞ্জ স্কুল মাঠে, খলিলগঞ্জ রেলওয়ে স্কুল মাঠে, হরিকেশ প্রাথমিক স্কুল মাঠে সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। যশোর বড় জামাত অনুষ্ঠিত হবে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে প্রথম জামাত সাড়ে আটটায়। পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে। এছাড়া যশোর রেলস্টেশন প্লাটফর্মের ওপরে দুটি জামাত করা হবে। ঝিনাইদহ ঝিনাইদহে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় উজির আলী হাইস্কুল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় শহরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে। ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস। বাগেরহাট বাগেরহাটের বৃহত্তর ঈদের জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় ও সাড়ে ৯টায় এখানে দুটি জামাত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে আটটায় আলিয়া মাদ্রাসা ময়দানে। এছাড়া অন্যান্য প্রধান জামাত অনুষ্ঠিত হবে খানজাহান (র:) দরগাহ মসজিদ, পিসি কলেজ মসজিদ ময়দানে সকাল সাড়ে ৯টায়, পুরাতন কোর্ট মসজিদে সকাল ৮টায়, মিঠা পুকুর পাড় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়। ফলপট্টি মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট মসজিদে সকাল সোয়া ৮টায়, সোনাতলা আউলিয়াবাদ মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদ ময়দান, খারদ্বার মসজিদ ও রেলওয়ে মসজিদ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। বরিশাল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বরিশালের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ প্রাঙ্গণে। এছাড়া ঈদের দিন সকাল সাড়ে আটটায় নগরীর বান্দরোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নগরীর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জানা গেছে, নগরীর ২৮টি মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নেবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মোঃ গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। জাতীয় ইমাম সমিতির মহানগর শাখার নেতৃবৃন্দরা জানিয়েছেন, নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররম জামে মসজিদ, মাহমুদিয়া মাদ্রাসা মসজিদ, হোসাইনিয়া মাদ্রাসা ও বাজার রোড জামে মসজিদ, জেলগেট মসজিদ, পুলিশ লাইন্স মসজিদসহ অন্যান্য মসজিদে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পর্যায়ক্রমে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। দিনাজপুর দিনাজপুরে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় গোর-এ শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত হবে। দিনাজপুর পৌরসভার সার্বিক তত্ত্বাবধায়নে দিনাজপুরে ঈদ-উল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় গোর-এ শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত হবে। দিনাজপুর ইনস্টিটিটিউট প্রাঙ্গণ, ঈদগাহ আবাসিক এলাকার মাঠ, পাটুয়াপাড়া, রাজবাড়ী, রামনগর, লালবাগ গোরস্তান সংলগ্ন মাদ্রাসা মাঠ, নিউটাউন তফিউদ্দীন হাই স্কুল মাঠ, পুলিশ লাইন মাঠ, কুঠিবাড়ী বিজিবি মাঠ, কসবা ঈদগাহ মাঠ, কাঞ্চন কলোনি ঈদগাহ মাঠ, মহারাজা স্কুল মাঠ, সুইহারী ঈদগাহ মাঠসহ বিভিন্ন ঈদগাহ ও মাঠে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। রংপুর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। আর যদি বৃষ্টি থাকে কোর্ট জামে মসজিদে প্রথম সকাল সাড়ে ৯টায় এবং দ্বিতীয় সাড়ে ১০টায়। এর আগে সকাল পৌনে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুলিশ লাইন্স জামে মসজিদে। এছাড়া কেরামতিয়া জামে মসজিদ, মুন্সিপাড়া ঈদগাহ, সিও বাজার জামে মসজিদ, জুম্মাপাড়া করিমিয়া উলুম মাদ্রাসা, মাহীগঞ্জ শাহী মসজিদ, গঙ্গাচড়া হাবুর মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়া নগরীর অন্যান্য পাড়া মহল্লার বিভিন্ন মাঠে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ থেকে ১০টার মধ্যে। সিরাজগঞ্জ খান সাহেবের ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। সিরাজগঞ্জ পৌরসভাধীন মালশাপাড়া কবরস্থান মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও পুলিশ লাইন ঈদগাহ মাঠে সকাল দশটায় এবং আমলাপাড়া ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। নীলফামারী পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে। এছাড়া জেলা শহরের সার্কিট হাউজ ঈদগাহ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ ও বাড়াইপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টা ১৫ মিনিটে ও কলেজ স্টেশন ঈদগাহ, গাছবাড়ি পঞ্চপুকুর পাড়া ঈদগাহ এবং জোড়দরগাঁ ঈদগাহ মাঠে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গাইবান্ধা প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া শহরের এনএইচ মডার্ন হাইস্কুল মাঠ, পুলিশ লাইন ময়দান, পুলবন্দি ঈদগা মাঠ, রেলস্টেশন জামে মসজিদ, গাওছুল আযম জামে মসজিদ, ডেভিডকোম্পানীপাড়া আদমজি জামে মসজিদ, ডেভিডকোম্পানীপাড়া গোরস্তান জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরীফ মাদ্রাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখ নগর জামে মসজিদ, ব্রিজ রোড আহলে হাদীস জামে মসজিদ, গাইবান্ধা সরকারী কলেজ জামে মসজিদসহ পৌরসভার অন্যান্য মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যেই অনুষ্ঠিত হবে বলে ইমাম সমিতি সূত্রে জানা গেছে।
×