ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাফুফেসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন

বাংলাদেশ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দাবিদার ॥ মুস্তফা কামাল

প্রকাশিত: ০৪:১০, ১৭ জুলাই ২০১৫

বাংলাদেশ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দাবিদার ॥ মুস্তফা কামাল

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ী হয়, সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘এভাবে পারফর্ম করতে থাকলে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দাবিদার হবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি, নিজেদের তৈরি করে বাংলাদেশ দ্রুতই যে কোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত হচ্ছে। আমরা ক্রমাগতভাবে ক্রিকেট বিশ্বের পরাশক্তিদের সিরিজে হারিয়ে বিশ্ববাসীকে এই বার্তা দিচ্ছি- যে কোন দলের বিপক্ষে আমরা এখন জয়ের জন্যই খেলি। আর এই মনোভাব নির্দেশ করেই আমরা চমৎকার একটি পেশাদার দলে পরিণত হচ্ছি।’ বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যে দেশের প্রধানমন্ত্রী ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহায়তা দিয়ে থাকেন, সে দেশের ক্রিকেট উন্নতি লাভ করবেই। এদেশের ক্রিকেট উন্নয়নে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তিনি সত্যিকারের এক ক্রিকেটপ্রেমী।’ মুস্তফা কামাল স্মৃতিচারণ করে বলেন, ‘নব্বইয়ের দশকে ক্রিকেটকে জনপ্রিয় করতে আমরা তখন বিশ্বখ্যাত ক্রিকেটারদের এদেশে নিয়ে আসতাম, তখন স্বপ্ন দেখতাম একদিন আমরাও ক্রিকেট পরাশক্তি হব। আজ মাশরাফি, তামিম, সাকিব, মুশফিকরা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করছে। ওদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি টিম ম্যানেজমেন্টসহ ক্রিকেট বোর্ডের সবাইকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল মধ্যে অনুষ্ঠিত তিন ওয়ানডে ম্যাচ সিরিজ-এ বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয়ের গৌরব অর্জন করে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সব স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দসহ বাফুফের অফিসিয়াল/কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বাফুফে আশা করে এই জয়ের ধারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভবিষ্যতে বৃহত্তর সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আরও অভিনন্দন জানিয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন, সম্মিলিত ক্রীড়া পরিবার, বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ এবং সেভ দ্য স্পোর্টসসহ অনেক সংগঠন। তাদের সবারই একই বিবৃতি, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আরও এগিয়ে যাবে। পৌঁছবে নিজেদের ক্রিকেটীয় কাক্সিক্ষত শিখরে।’
×