ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে দামী ক্লাব রিয়াল

প্রকাশিত: ০৪:১৯, ১৭ জুলাই ২০১৫

বিশ্বের সবচেয়ে দামী ক্লাব রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বিশ্বের সবচেয়ে দামী ক্লাবের মর্যাদা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় এই সম্মান পেয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে দামী ৫০ ক্লাবের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই তালিকায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল) ও মেজর লীগ বেসবলের (এমএলবি) দলগুলোর ছড়াছড়ি দেখা গেছে। এরপরও শীর্ষস্থান দখলে রেখেছে রিয়াল। এই নিয়ে টানা তিন বছর বিশ্বের সবচেয়ে দামী ক্লাবের মর্যাদা পেল গ্যালাক্টিকোরা। তালিকার চতুর্থ স্থানে আছে গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সিলোনা। এর পরের অবস্থান ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড। ফোর্বস ম্যাগাজিনের বিবৃতিতে বলা হয়েছে, রেকর্ড সর্বোচ্চ দশবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বর্তমান মূল্য ৩২৬ কোটি ডলার। গত বছর ক্লাবটির মূল্য ছিল ৩৪৪ কোটি ডলার। বার্সিলোনার মূল্য ৩১৬ কোটি ডলার ও ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ৩১০ কোটি ডলার। গত বছর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল দল দুটি। ৩২২ কোটি ডলার সম্পদমূল্য নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে যুক্তরাষ্ট্রের মেজর লীগ বেসবলের দল নিউইয়র্ক ইয়াঙ্কিস ও ন্যাশনাল ফুটবল লীগের দল ডালাস কাউবয়েস।মূল্যমানের দিক দিয়ে সেরা ৫০ দলের মধ্যে ২০টিই এনএফএলের বা আমেরিকান ফুটবলের। এমএলবির ১২ ও ন্যাশনাল বাস্কেটবল এ্যাসোসিয়েশনের (এনবিএ) ১০ দল আছে এই তালিকায়। ফুটবলের (সকার) সাত ক্লাব এই তালিকায় স্থান করে নিয়েছে। রিয়াল, বার্সা আর ম্যানইউ ছাড়া এই তালিকায় আছে জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ, ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসি, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
×