ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমরান খানের স্ত্রীর ডিগ্রী ভুয়া

প্রকাশিত: ০৬:২০, ১৭ জুলাই ২০১৫

ইমরান খানের স্ত্রীর ডিগ্রী ভুয়া

পাকিস্তানী রাজনীতিক ও প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান চলতি বছরের প্রথম দিকে ঘরে তুলেছেন ব্রিটিশ নারী সাংবাদিক রেহাম খানকে। এ নিয়ে বিতর্ক, সমালোচনা কম ছিল না। কারণ, এটি ইমরানের দ্বিতীয় বিয়ে। কিন্তু এবার এ বিতর্কের পালে হাওয়া লাগিয়েছে নবপরিণীতা স্ত্রীর ভুয়া ডিগ্রীর খবর। ইংরেজী দৈনিক ডেইলি মেইল-এর অভিযোগ, রেহাম খান নর্থ লিন্ডসে কলেজ থেকে সম্প্রচার সাংবাদিকতার ডিগ্রী কোর্স করেছেন, তা মিথ্যা। কলেজটিতে এ ধরনের কোন কোর্সই নেই। এ খবর প্রকাশের পর বিস্ময় প্রকাশ করলেও পরে জবাবদিহি করতে বাধ্য হন রেহাম খান। তিনি বলেন, ‘আমার সম্প্রচার সাংবাদিকতার ডিগ্রী আছে, এমনটা আমি কখনও দাবি করিনি। আমি গ্রিমসবি ইনস্টিটিউট মিডিয়া সেন্টার থেকে সম্প্রচার সাংবাদিকতায় ডিপ্লোমা করেছি।’ দৃঢ় চিত্তে এ দাবি করলেও, সঙ্গে সঙ্গে নিজের ওয়েবসাইট প্রোফাইল থেকে নর্থ লিন্ডসে কলেজ থেকে সম্প্রচার সাংবাদিকতায় ডিগ্রীর তথ্যটি মুছে ফেলেন তিনি।
×