ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাম বদল করেও

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ জুলাই ২০১৫

নাম বদল করেও

ছদ্মনাম ব্যবহারের কারণে ব্লক করে দেয়া হয়েছিল ব্রিটিশ নারী জেমা রজার্সের ফেসবুক এ্যাকাউন্ট। তবে নিজের এ্যাকাউন্ট ফিরে পেতে শেষ পর্যন্ত আইনী প্রক্রিয়ায় নিজের নামই বদলে ফেলেছেন তিনি। নাম পাল্টে রজার্স এখন ‘জেমারয়েড ভন লালা’। কিন্তু নাম পাল্টেও উদ্ধার করতে পারেননি তার ফেসবুক এ্যাকাউন্ট। - ওয়েবসাইট মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা রাশিয়ার বেরেযনিকি শহরের একটি পুকুরে প্রতিবছর ১৭ জুলাই স্বল্পবসনা তরুণীদের মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতার নাম ‘মোস্ট ডিলিশিয়াস গার্ল’। এতে অংশগ্রহণকারী মেয়েদের সংক্ষিপ্ত পোশাকে দাঁড়িয়ে থাকতে হয় ২০ মিনিট। এর মধ্যে যাকে সবচেয়ে বেশি মশা কামড় দেবে, তিনিই জয়ী। বিচারকদের মধ্যে থাকেন একজন ডাক্তারও। উৎসবের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে মশা ধরার প্রতিযোগিতা। - বিবিসি মেক্সিকোতে গুজমানকে গ্রেফতারে তল্লাশি অভিযান মেক্সিকো কর্তৃপক্ষ জেল পলাতক মাদক সম্র্রাট জোয়াকিন ‘এল শ্যাপো’ গুজমানকে গ্রেফতারে দেশের বিভিন্ন হোটেল, হাসপাতাল ও অন্ত্যেষ্টিক্রিয়া স্থলে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এ সময় তারা তার সাম্প্রতিক ছবি সংবলিত এক লাখ লিফলেট বিতরণ করছে। বুধবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুজমানকে গ্রেফতারে দেশের ৩১টি রাজ্যের ২১টির প্রধান সড়ক ও মহাসড়কে এবং রাজধানীতে ১০১টি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার তিনি কারাগার থেকে একটি সুড়ঙ্গ পথে পালিয়ে যান।
×