ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা একাডেমির ৬০ বছর পূর্তিতে বিশেষ কর্মসূচী

প্রকাশিত: ০৪:১৭, ২১ জুলাই ২০১৫

বাংলা একাডেমির ৬০ বছর পূর্তিতে বিশেষ কর্মসূচী

বিশিষ্ট ফোকলোরবিদ ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান বলেছেন, আগামী দিনগুলোতে বাংলা একাডেমিকে একটি গবেষণাপ্রবণ আন্তর্জাতিক মানের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ কেন্দ্রে পরিণত করা হবে। মহান ভাষা আন্দোলনের চেতনাসিক্ত জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বর্তমান গণতান্ত্রিক সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি সাম্প্রতিক কয়েক বছরে যে বিপুল উন্নয়নমূলক কর্মকা ও আন্তর্জাতিক মানের প্রকাশনা ও গবেষণাকর্ম বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শীঘ্রই বাংলা একাডেমির ষাট বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হবে। অধ্যাপক শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক পদে পরবর্তী ৩ বছরের জন্য পুনর্নিয়োগ লাভের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। গত বৃহ¯পতিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর কর্মস্থলে যোগদান করেন। -বিজ্ঞপ্তি
×