ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন শ’ কোটি ছাড়াল ‘বাহুবালি’

প্রকাশিত: ০৪:২০, ২১ জুলাই ২০১৫

তিন শ’ কোটি ছাড়াল ‘বাহুবালি’

সংস্কৃতি ডেস্ক ॥ এস এস রাজামৌলি পরিচালিত ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ‘বাহুবালি’ মুক্তির ১১ দিনেই আয় সাড়ে ৩০০ কোটি রুপী ছাড়িয়েছে। গত ১৮ জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী ৩০৩ কোটি রুপী আয় করেছে তেলেগু চলচ্চিত্র ‘বাহুবালি’। এর পর গত দুই দিনে চলচ্চিত্রটি আরও ৫০ কোটি আয় করে বলে জানা গেছে। এর ফলে অবশেষে মূলধন উঠিয়ে নিতে সক্ষম হলো আড়াইশ কোটি রুপী ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি। রজনিকান্তের ‘এনথিরান’-এর সর্বমোট আয়কেও ছাড়িয়েছে ‘বাহুবালি’ চলচ্চিত্রের আয়। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘এনথিরান’-এর বিশ্বব্যাপী আয় হয়েছিল ২৫৬ কোটি রূপি। বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ আরও জানান, ‘বাহুবালি’ চলচ্চিত্রের হিন্দি সংস্করণও এখন পর্যন্ত আয় করেছে ৫০ কোটি রুপী। ডাবিং করা কোন চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে ‘বাহুবালি’। এমনকি বলিউড ভক্তদের ঈদ আকর্ষণ সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ও ডিঙাতে পারেনি ‘বাহুবালি’ চলচ্চিত্রকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ উদ্বোধনী আয় এবং সবচেয়ে কম সময়ে শত কোটি রুপী আয়ের রেকর্ড গড়েছে চলচ্চিত্রটি। পৌরাণিক ধাঁচের ‘বাহুবালি’ চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে রাজ্যের ক্ষমতা দখলের জন্য দুই সহোদরের লড়াইকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডাগুবাতি, আনুশকা শেঠি এবং তামান্না ভাটিয়া। চলচ্চিত্রটির সিক্যুয়াল মুক্তি পাবে আগামী বছর।
×