ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৬:১২, ২১ জুলাই ২০১৫

বঙ্গবন্ধু মেডিক্যাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি প্রধান খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, সরকার বিএনপিকে ভাঙ্গার কোন চেষ্টা করছে না। সরকার কেন বিএনপিকে ভাঙ্গতে যাবে? আপনি বলেছেন, বিএনপি জনপ্রিয় দল। আপনার দল যদি এতই জনপ্রিয় হয়, তাহলে আপনার দল ভাঙ্গবে কেন?’ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ঈদের ছুটি শেষে স্বাস্থ্যসেবা নির্বিঘœ রাখতে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে যান। মন্ত্রিসভার পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, মন্ত্রিসভার রদবদলের বিষয়ে একমাত্র ক্ষমতা প্রধানমন্ত্রীর। তিনিই ঠিক করবেন মন্ত্রিসভার রদবদল হবে কিনা, বা কখন হবে। স্বাস্থ্যমন্ত্রী আড়াইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান এবং ঈদের পর রোগীদের ঠিকমতো চিকিৎসা দেয়া হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন। সোমবার বিএসএমএমইউতে ঈদের ছুটি থাকলেও চিকিৎসক ও নার্সদের উপস্থিতি ছিল সন্তোষজনক। এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবজাতক ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীর আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বারডেম হাসপাতালে ঈদের ছুটি শেষে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময়ে নাসিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান বাচ্চুর সঙ্গে দেখা করেন মোহাম্মদ নাসিম। এ সময়ে মন্ত্রী বাচ্চুর স্ত্রী ও ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
×