ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরিয়া সীমান্তে তুরস্কের নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৪:৩০, ২২ জুলাই ২০১৫

সিরিয়া সীমান্তে তুরস্কের নিরাপত্তা জোরদার

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর সুরুকের একটি সংস্কৃতি কেন্দ্রে সোমবার সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলার পর দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগ্লু সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় নিরপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘তুরস্ক ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও নিবে।’ খবর বিবিসির। দেশটির তদন্ত কর্মকর্তারা মনে করছেন, আইএসের এক নারী আত্মঘাতী বোমা হামলাকারী সোমবার ওই হামলাটি চালায়। ওই হামলায় অন্তত ৩০ জন নিহত ও আরও শতাধিক লোক আহত হয়। সিরিয়ার সীমান্তবর্তী সুরুক শহরের প্রসিদ্ধ ‘আমারা সংস্কৃতি কেন্দ্রে’র বাগানে এ হামলা চালানো হয়। হামলার সময় ওই সংস্কৃতি কেন্দ্রে ফেডারেশন অব সোশ্যালিস্ট ইউথ এ্যাসোসিয়েশনের (এসজিডিএফ) প্রায় তিন শ’ সদস্য অবস্থান করছিলেন। এরা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার কোবানি শহরের একটি এলাকা স্বেচ্ছায় পুনর্গঠনের বিষয়ে কথা বলতে জড়ো হয়েছিলেন। দঃ সুদানে কলেরায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানের আরও একটি রাজ্যে কলেরার বিস্তার ঘটেছে। দেশটিতে গত মাসে কলেরা ছড়িয়ে পড়ার পর থেকে অন্তত ৩৯ জনের মৃত্যু ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার এ কথা জানায়। খবর এএফপির। দক্ষিণ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩ জুন থেকে কলেরা ছড়িয়ে পড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। যদিও রাজধানী জুবার জাতিসংঘ ক্যাম্পে ১৮ মে এক কলেরা রোগী শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, দেশটিতে এ পর্যন্ত কলেরা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২শ’ ১২ জনে। এর মধ্যে মারা গেছে ৩৯ জন। কলেরার বিস্তার ঘটেছে মধ্য ইকুয়েতরিয়া থেকে পাশের জংলেই রাজ্য পর্যন্ত। তবে রাজধানী জুবার আশপাশেই বেশি লোক এ রোগে আক্রান্ত হয়েছে। সানায় বোমা হামলায় নিহত ৪ ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলায় চারজন নিহত হয়েছে। জঙ্গী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবার খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় চালানো বোমা হামলায় আটজন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। গত মার্চ মাস থেকে সুন্নি চরমপন্থী আইএস শিয়া লক্ষ্যবস্তুসমূহে একের পর এক মারাত্মক হামলা চালিয়ে আসছে।
×