ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আ জ ম নাছির চসিক মেয়রের দায়িত্ব নেবেন ২৬ জুলাই

প্রকাশিত: ০৬:১৮, ২২ জুলাই ২০১৫

আ জ ম নাছির চসিক মেয়রের দায়িত্ব নেবেন ২৬ জুলাই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন আগামী ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। একই দিনে দায়িত্ব বুঝে নেবেন নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররাও। চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নতুন মেয়রের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন রয়েছে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিন তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করবেন। তুলে ধরবেন তাঁর কর্মপরিকল্পনার বিভিন্ন দিক। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত চসিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। নির্বাচন বিধি অনুযায়ী আগের মেয়রকে পদত্যাগ করে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। কিন্তু নির্বাচিত হওয়ার পর আ জ ম নাছির মেয়র হিসেবে শপথ নিলেও পূর্ববর্তী পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় তাঁকে অপেক্ষা করতে হয়। আগামী ২৬ জুলাই কর্পোরেশনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। মূলত এদিন থেকেই শুরু হচ্ছে মেয়র হিসেবে আ জ ম নাছিরের আগামী পাঁচ বছরের মেয়াদকাল।
×