ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে ‘দর্পচূর্ণ’ চলচ্চিত্রের প্রদর্শনীতে সাড়া

প্রকাশিত: ০৬:৩৫, ২২ জুলাই ২০১৫

হবিগঞ্জে ‘দর্পচূর্ণ’ চলচ্চিত্রের প্রদর্শনীতে সাড়া

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ গ্রামাঞ্চলে সৃষ্ট দাঙ্গা প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জ পুলিশের ঈদের উপহার ‘দর্পচূর্ণ’ চলচিত্রের গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নানা পেশার মানুষের উপস্থিতি ও অত্যন্ত জাকজমক পূর্ণভাবে আয়োজিত এই চলচিত্রটি সোমবার রাতে হবিগঞ্জ আধুনিক জেলা পরিষদ অডিটরিয়ামে প্রদর্শনের পর দর্শকরা মুগ্ধ হন। তরুণ নির্মাতা ইফতেখার আহমেদ ফাগুন এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। সার্বিক পরিকল্পনায় ছিলেন এসপি জয়দেব কুমার ভদ্র। অর্থ যুগিয়েছেন জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। অন্যদিকে পরিচালনায় ছিলেন অভিনেতা সাইফুদ্দিন জাবেদ। এদিকে ‘দর্পচূর্ণ’ চলচ্চিত্রটি প্রদর্শনের আগে গ্রামাঞ্চলের সৃষ্ট দাঙ্গা-হাঙ্গামা ও চলচ্চিত্রটি নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসপি জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে ও সাইফুদ্দিন জাবেদের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি এ্যাডভোকেট আব্দুল মুজিদ খান, জেলা প্রশাসক সাবিনা আলম, ‘দর্পচূর্ণ’ চলচ্চিত্রের নির্মাতা ইফতেখার আহমেদ ফাগুন। সভা শেষে ফিতা কেটে ১ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির ‘দর্পচূর্ণ’ চলচিত্রের সিডির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এসপি জয়দেব কুমার ভদ্র ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাগুন জনকণ্ঠকে জানিয়েছেন, অতি অল্প সময়ের ব্যবধানে হবিগঞ্জের অন্তত ২০টি দাঙ্গা প্রবণ গ্রামাঞ্চল এলাকায় ওই চলচিত্রটি প্রদর্শনী করা হবে। বিষয়বস্তুর কারণে চলচিত্রটি দেশব্যাপী সাড়া জাগাবে বলে তাদের আশা। এছাড়া তুচ্ছ ঘটনা নিয়ে পঙ্গুত্ব বা প্রাণহানির মতো দাঙ্গা-হাঙ্গামা থেকে সাধারণ মানুষ বেরিয়ে আসবে।
×