ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আসছে উড়ন্ত গাড়ি

প্রকাশিত: ০৫:৪১, ২৩ জুলাই ২০১৫

আসছে উড়ন্ত গাড়ি

পাখি, প্লেন কিংবা প্যারাসুট নয়, গাড়ি উড়ছে আকাশে। কী অবাক হচ্ছেন? টিএফএক্স নামের উড়ন্ত গাড়ি তৈরির দ্বারপ্রান্তে টেরাফুজিয়া নামের একটি কোম্পানি। অনেক আগ থেকেই উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করে আসছে অনেক কোম্পানি। কিন্তু উড়ন্ত গাড়ি কবির কল্পনার মতো কল্পনাতেই থেকে গেছে এতদিন। আর খুব বেশি দূরে নয় যেদিন সত্যিই উড়ন্ত গাড়ি আসবে বাজারে, এমনটাই আশা করছেন কোম্পানি কর্তৃপক্ষ। গাড়িটির গতি ঘণ্টায় দু‘ শ মাইল আর উড়ন্ত অবস্থায় হবে পাঁচ শ’ মাইল। প্লেনের মতো এই গাড়িটিরও পাখা থাকবে। রাস্তায় চলন্ত অবস্থায় গাড়িটির পাখা ভাঁজ করা অবস্থায় ভেতরে থাকবে এবং উড়ার সময় বের করা হবে। গাড়ির পাখার পেছনের দিকে দুটি মোটর লাগানো থাকবে যা গাড়িটিকে নিচে থেকে ওপরে উঠতে এবং উড়তে সহায়তা করবে। কম্পিউটার নিয়ন্ত্রিত এ গাড়িটিতে খারাপ আবহাওয়া, জ্যাম ইত্যাদি থেকে পরিত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে। গাড়িটি ব্যাটারিচালিত বলে লাগবে না তেল বা গ্যাস। এখন অপেক্ষার পালা, কখন বাজারে আসে বহুল কাক্সিক্ষত এ গাড়িটি। -সূত্র: ডেইলি মেইল
×