ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আফ্রিদির দলে ইয়াসির শাহ

প্রকাশিত: ০৬:০৫, ২৩ জুলাই ২০১৫

আফ্রিদির দলে ইয়াসির শাহ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ সিরিজের টি২০’র জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। আফ্রিদির নেতৃত্বাধীন স্কোয়াডে জায়গা হয়েছে ইয়াসির শাহর। লেগস্পিনাররা রান খরচায় দিল দরিয়া হওয়ায় স্বল্পদৈর্ঘের ম্যাচে তাদের খুব কমই দেখা যায়। সেখানে টেস্টে গত এক বছরে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ফের ওয়ানডে ও টি২০তে জায়গা করে নিলেন ২৯ বছর বয়সী ঘূর্ণিবোলার। গত বছর অক্টোবরে টেস্ট অভিষেকের পর এরই মধ্যে ১০ ম্যাচে তুলে নিয়েছেন ৬১ উইকেট! অবশ্য ২০১১ সালে ইয়াসিরের আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ওয়ানডে ও টি২০ দিয়ে। সে অর্থে চার বছর পর ছোট্ট ফরমেটে প্রত্যাবর্তন হচ্ছে এই লেগস্পিনারের। পাশাপাশি ১৬ সদস্যের দলে রাখা হয়েছে ওয়াহাব রিয়াজকে। টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েছিলেন দলটির তারকা অলরাউন্ডার। যদিও তিনি শতভাগ সুস্থ হয়ে ওঠেননি। শেষ পর্যন্ত ওয়াহাব খেলতে না পারলে দেখা যেতে পারে তরুণ জিয়াউল হককে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত খেলা পেসারকে ব্যাকআপ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘টেস্টের পর ওয়ানডেতেও ইয়াসির এখন মূল স্ট্রাইক বোলার হয়ে উঠেছে। নিজের যোগ্যতায় চমৎকার খেলছে সে। সুতরাং টি২০তেও নিজেকে প্রমাণের সুযোগ পাবে। ওয়াহাবের বিষয়টা নির্ভর করবে তার সুস্থতা ও ফিটনেসের ওপর।’ দল ঘোষণার পর বলেন পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশীদ। ফিরেছেন বাঁহাতি পেসার সোহেল তানভির ও আক্রমণাত্মক ব্যাটসম্যান উমর আকমল। আফ্রিদির কথা বিশেষভাবে না বললেই নয়। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে এবারের বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে অবসর নেন আধুনিক পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার। টেস্ট ছেড়েছিলেন অনেক আগেই। এখন অধিনায়ক হয়ে আছেন কেবল টি২০তে। ভারতে অনুষ্ঠেয় ২০১৬ টি২০ বিশ্বকাপ খেলে সকল ধরনের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। মূলত আফ্রিদি আছেন বলেই পাকিস্তান টি২০ দল নিয়ে মানুষের এত আকর্ষণ। টেস্টে মিসবাহ-উল হক, ওয়ানডেতে আজহার আলি ও টি২০তে আফ্রিদিÑ তিন ভার্সনে ভিন্ন তিন অধিনায়ক নিয়ে খেলছে পাকিস্তান। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে টাইগারদের কাছে একমাত্র টি২০তে ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছিল আফ্রিদিদের। ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুইয়ের বিপক্ষে দুই ম্যাচে এসেছিল জয়। পাকিস্তান টি২০ দল ॥ শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নামান আনোয়ার, মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, উমর আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ রিজোয়ান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ/ জিয়াউল হক।
×