ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসছে এ্যাঙ্গরি বার্ডস টু

প্রকাশিত: ০৬:৩০, ২৩ জুলাই ২০১৫

আসছে এ্যাঙ্গরি বার্ডস টু

এই মুহূর্তে ১৫টি গেম ও ৩০০ কোটি ডাউনলোডের সৌজন্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম এ্যাপস এ্যাঙ্গরি বার্ডস। ২০১৬ সালে আসছে এর সিনেমা। ৩০ জুলাই গেমটি রিলিজের দিন প্রকাশ করে রেভিও আগামী ২ সপ্তাহ ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ভাইন ও ইউটিউবে এ্যাঙ্গরি বার্ডসের ওপর চোখ রাখতে বলেছে। -ওয়েবসাইট তেলাপোকা প্রদর্শনী! জাপানের শুনানশি তোকুইয়ামা চিড়িয়াখানা অসাধ্য সাধনের চেষ্টা করছে। তারা তেলাপোকা প্রদর্শনীর মাধ্যমে প্রাণীটির ভাবমূর্তি উজ্জ্বলের চেষ্টা করছে। চিড়িয়াখানার এক নারী মুখপাত্র বলেছেন, তেলাপোকা সম্পর্কে মানুষের বিরূপ ধারণা রয়েছে। কিন্তু তারা ফুড চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিড়িয়াখানায় মাদাগাস্কার হিসিং ককরোচ প্রদর্শিত হচ্ছে। এগুলো উড়তে পারে না। তবে ‘হিস’ শব্দ করতে পারে। এগুলো আড়াই ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এই প্রাণীটির চার হাজার প্রজাতি রয়েছে পৃথিবীতে। -এএফপি মিয়ানমারে দুই সাংবাদিকের জরিমানা প্রেসিডেন্টকে অবমাননা মিয়ানমারের প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগে দুই সাংবাদিককে পৃথকভাবে ১০ লাখ কিয়াত (আট শ’ মার্কিন ডলার) জরিমানা করেছে দেশটির একটি আদালত। বিবিসি জানায়, সংবাদপত্র মিয়ানমার হেরাল্ডের অপর নয় কর্মীকে প্রেসিডেন্টকে অবমাননার এ মামলা থেকে মঙ্গলবার খালাস দেয়া হয়েছে। ২০১৪ সালের নবেম্বরে দেশটির তথ্য মন্ত্রণালয় ওই সাংবাদিকদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগে মামলা করেছিল। প্রেসিডেন্ট থেইন সেইনকে সমালোচনা করে একটি সাক্ষাতকার ছাপা হয়েছিল পত্রিকাটিতে।
×