ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিবরিয়া হত্যা মামলায় চার্জ গঠন ৩ আগস্ট

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ জুলাই ২০১৫

কিবরিয়া হত্যা মামলায় চার্জ গঠন ৩ আগস্ট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চাঞ্চল্যকর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের নতুন তারিখ ৩ আগস্ট ধার্য করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে উপস্থিত না হওয়ায় সাবেক কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন পিছিয়ে আগামী ৩ আগস্ট চার্জ গঠনের নতুন তারিখ ধার্য্য করেছেন বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিন এই তারিখ ধার্য্য করা হয়। কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতে হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বহিষ্কৃত মেয়র জি কে গউছকে। এর আধঘণ্টা পর আদালতে নিয়ে আসা হয় কিবরিয়া হত্যাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বোমা ও গ্রেনেড হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ১১ জঙ্গীকে। এই ১১ জঙ্গী হলেন- মুফতি আবদুল হান্নান, দেলওয়ার হোসেন রিপন, বদরুল আলম, মিজানুর রহমান, হাফেজ নাঈম, মুহিবুল্লাহ, শরীফ শাহেদুল, মুফতি মঈন উদ্দিন, আবদুল মাজেদ ভাট, শেখ মাওলানা আবদুল সালাম ও শেখ ফরিদ। কারাগারে থাকা সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী অনুপস্থিত থাকায় ৩ আগস্ট চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
×