ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেএফএ অনুর্ধ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শনিবার থেকে শুরু চূড়ান্ত পর্ব

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ জুলাই ২০১৫

শনিবার থেকে শুরু চূড়ান্ত পর্ব

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জেএফএ অনুর্ধ ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপর চূড়ান্ত পর্বের খেলা শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। চূড়ান্ত পর্বে দুই গ্রুপে মোট আট দল অংশ নিচ্ছে। ৩০ জুলাই পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচে। ৩১ জুলাই দুটি সেমিফাইনাল। ২ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গত ১৮ থেকে ২৩ মে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম পর্ব। সেখান থেকে ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ দলকে নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্বের খেলা। ‘ক’ গ্রুপে রয়েছে ময়মনসিংহ, সাতক্ষীরা, খুলনা ও দিনাজপুর। ‘খ’ গ্রুপে নারায়ণগঞ্জ, রংপুর, টাঙ্গাইল ও রাজশাহী জেলা। বৃহস্পতিবার এ সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ ভালমানের খেলোয়াড় খুঁজে বের করা। তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে একটি ভাল জাতীয় দলগঠন করা। টুর্নামেন্টে সহায়তা করছে জাপান ফুটবল এ্যাসোশিয়েশন।’ গ্রুপ পর্বে প্রতি দলকে ৩টি করে ফুটবল দেয়া হয়েছিল। চূড়ান্ত পর্বেও প্রতি দলকে আরও দুটি করে ফুটবল দেয়া হবে বলে। এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। ‘জেএফএ অনুর্ধ ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫-এর প্রথম পর্বের খেলায় ১২০ প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়। ওই খেলোয়াড়দের মধ্য থেকে পরবর্তীতে অ ১৪ জাতীয় মহিলা ফুটবল দলগঠন করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে মহিলা ফুটবল কমিটির সদস্য মাহবুবা করিম মিনি, আয়েশা জামান খুকি, লাজুল করিম কস্তুরি ও নাসরিন আক্তার বেবী।
×