ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাগতিক বাংলাদেশের প্রথম খেলা সৌদির বিপক্ষে

প্রকাশিত: ০৭:০২, ২৪ জুলাই ২০১৫

স্বাগতিক বাংলাদেশের প্রথম খেলা সৌদির বিপক্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ১৬-২০ সেপ্টেম্বর পর্যন্ত ‘এএফসি অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপ ভারত ২০১৬, কোয়ালিফায়ার্স’-এর খেলা ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশসহ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান অনুর্ধ ১৬ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। গ্রুপ ‘ডি’ এর খেলার সময়সূচী হচ্ছেÑ ১৬ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম পাকিস্তান (বিকেল ৩টা), সৌদি আরব বনাম বাংলাদেশ (সন্ধ্যা ৬টা), ১৮ সেপ্টেম্বর পাকিস্তান বনাম সৌদি আরব (বিকেল ৩টা), বাংলাদেশ বনাম আরব আমিরাত (সন্ধ্যা ৬টা), ২০ সেপ্টেম্বর সৌদি আরব বনাম আরব আমিরাত (বিকেল ৩টা) এবং পাকিস্তান বনাম বাংলাদেশ (সন্ধ্যা ৬টা)। বিজেএমসির কাছে হার মালদ্বীপের প্রীতি মহিলা হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আমন্ত্রণে এবং মালদ্বীপ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দল ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত ঢাকা সফরে এসেছে। ঢাকায় অবস্থানকালীন সময়ে মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দল প্রতিদিন সকাল-বিকেল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রশিক্ষণ কর্মসূচী চলমান রাখবে। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন মহিলা হ্যান্ডবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেবে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বাংলাদেশের টিম বিজেএমসি ২১-১৬ গোলে মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৭ গোলে এগিয়ে ছিল। ম্যাচ শেষে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলের পরের ম্যাচ ২৪ জুলাই বাংলাদেশ যুব মহিলা হ্যান্ডবল দল (বিকেল সোয়া ৪টায়) এবং ২৫ জুলাই বাংলাদেশ জাতীয় মহিলা হ্যান্ডবল দলের (রাত পোনে ৯টায়) বিপক্ষে। প্রতি ম্যাচই অনুষ্ঠিত হবে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। আজ শুক্রবার ম্যাচ শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম. নূরুল ফজল বুলবুল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
×