ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমার ফেরত ৯ কিশোরকে বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ আদালতের

প্রকাশিত: ০৮:০৯, ২৪ জুলাই ২০১৫

মিয়ানমার ফেরত ৯ কিশোরকে বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ আদালতের

বিডিনিউজ ॥ মিয়ানমার থেকে ফেরত আনা ১৫৫ জন বাংলাদেশীর মধ্যে অপ্রাপ্তবয়স্ক নয়জনকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। কক্সবাজার আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুশান্ত প্রসাদ চাকমা বৃহস্পতিবার দুপুরে এ নির্দেশ দেন। কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত পরিদর্শক মেজবাহ উদ্দিন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় শাখার মাধ্যমে এসব শিশু-কিশোরকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার বিষয়ে আদালত নির্দেশনা দিয়েছে। মিয়ানমার ফেরত এ নয় শিশু-কিশোরের মধ্যে ছয়জনের বাড়ি নারায়ণগঞ্জে, দুজন ঝিনাইদহের এবং বাকি একজনের বাড়ি মাদারীপুর জেলায়। মিয়ানমারে বঙ্গোপসাগরের উপকূল থেকে দ্বিতীয় দফায় উদ্ধার ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৫৫ জনকে বুধবার বিকেলে দেশে ফেরত আনা হয়।
×