ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শামসুন নাহার হল ট্র্যাজেডি দিবসে ঢাবি ছাত্রলীগের আলোক প্রজ্বলন কর্মসূচী পাল

প্রকাশিত: ০৮:১৫, ২৪ জুলাই ২০১৫

শামসুন নাহার হল ট্র্যাজেডি দিবসে ঢাবি ছাত্রলীগের আলোক প্রজ্বলন কর্মসূচী পাল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ শামসুন নাহার হল ট্র্যাজেডি দিবস উপলক্ষে মৌন মিছিল ও আলোক প্রজ্বলন কর্মসূচী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচী পালিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শামসুন নাহার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করা হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, শামসুন নাহার হল শাখার সভাপতি নিশীতা ইকবাল নদী এবং সাধারণ সম্পাদক রওশন আরা নিতুল। প্রসঙ্গত, ২০০২ সালের এই দিন রাতে ঢাবির শামসুন নাহার হলে তৎকালীন বিএনপি-জামায়াত জোটের আমলে ছাত্রীদের ওপর নির্মম নির্যাতন চালায় পুলিশ ও বহিরাগত সন্ত্রাসীরা। এতে বহু ছাত্রী আহত হয়। ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন আন্দোলনে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাস। আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় তৎকালীন উপাচার্য, প্রক্টর ও হল প্রাধ্যক্ষ।
×