ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্গীত অঙ্গনে রাফির পথচলা

প্রকাশিত: ০৫:৪১, ২৫ জুলাই ২০১৫

সঙ্গীত অঙ্গনে রাফির  পথচলা

স্টাফ রিপোর্টার ॥ নানা বাধা-বিপত্তি সত্ত্বেও এগিয়ে চলেছে আমাদের সঙ্গীতাঙ্গন। এক্ষেত্রে তরুণদের অবদান কোন অংশে কম নয়। বর্তমানে সময়ে যে কয়েকজন মেধাবী তরুণ সঙ্গীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে অন্যতম রাফি। মাঝেমধ্যে গান গাইলেও সঙ্গীত পরিচালনায় সাফল্য পাওয়া তার অন্যতম লক্ষ্য। সাম্প্রতিক সময়ে তিনি অডিও এ্যালবাম এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে তার সঙ্গীত পরিচালনায় গান করেছেন জেমস, ন্যান্সি, কণা, শুভমিতা, শহিদ, নির্ঝর, পড়শীসহ আরও অনেকে। ২০১১ সালে ‘জানো তো’ শিরোনামের এ্যালবাম দিয়ে রাফির সঙ্গীত পরিচালনা শুরু। ক্লোজআপ তারকা রাশেদের একক এ্যালবামে কাজ করেন রাফি। রাফি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন ২০১৪ সালে । এ পর্যন্ত ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা দ্য লিডার’, ‘মোস্ট ওয়েলকাম-২’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। রাফি দূরবীন ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ২০১২ সাল থেকে। গত বছর শেষের দিকে বাজারে আসে দূরবীন ব্যান্ডের এ্যালবাম ‘দূরবীন ৪.০’। এই এ্যালবামের গানগুলোর সঙ্গীত পরিচালনা করেন রাফি। বর্তমান সময়ে কাজ করছেন ইরিন জামানের একক এ্যালবামে, তার বড় ভাই সাজিদের একক এ্যালবাম, কাজী শুভর এ্যালবামের কাজ। রাফির মা-বাবা দু’জনেই গান খুব পছন্দ করতেন। রাফির বড় ভাই গান করেন। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের পারিবারিক আবহে বড় হয়েছেন। তার বয়স যখন চার তখন থেকে কীবোর্ড বাজানো শুরু করেন। সঙ্গীত পরিচালনার পাশাপাশি গানও করতে চান। এ আর রহমানের ভীষণ ভক্ত রাফি নিজের চেষ্টায় সফল সঙ্গীত পরিচালনার দিকে অগ্রসর হচ্ছেন। ভবিষ্যতে অডিও অঙ্গনের চেয়ে তিনি চলচ্চিত্রের কাজেই বেশি মনোনিবেশ করতে চান।
×