ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলকে আতিথেয়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ জুলাই ২০১৫

ব্রাজিলকে আতিথেয়তা দেবে যুক্তরাষ্ট্র

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আগামী ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জিল্লেটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের সভাপতি ব্রায়ান বিল্লেলো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ফুটবল অনুরাগীসহ সাধারণ মানুষের জন্যও এটি হবে দারুণ একটি ম্যাচ।’ রাশিয়ায় ২০১৭ সালের ফিফা কনফেডারেশন কাপের প্লে­অফ ম্যাচে মেক্সিকো কিংবা জ্যামাইকার মোকাবেলার আগে নিজেদের ভালভাবে প্রস্তুত করে নেয়ার লক্ষ্যেই মূলত মাসেচুয়েটসের ফক্সবার্গের এই ম্যাচটির আয়োজন করা হচ্ছে। গত বুধবার জ্যামাইকার কাছে ২-১ গোলে হেরে গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে কনফেডারেশন কাপের প্লে অফ ম্যাচে খেলতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এ পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে ১৭ ম্যাচে অংশ নিয়ে তার ১৬টিতেই হেরেছে তারা। তিন বছর আগে মেরিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। তিন বছর আগের সেই ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হার মেনেছিল আমেরিকান ফুটবলাররা। ফুটবলে সেলেসাওদের বাজে সময় কাটছে। গত বছর নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছিল নেইমার-অস্কাররা। তবে বিশ্বকাপের পর কার্লোস দুঙ্গার অধীনে ব্রাজিল যেন স্বরূপে ফিরতে শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে তারা। বিশ্বকাপের পর কোপা আমেরিকা, টানা দুটি বড় মঞ্চ থেকে বিদায় নেয়ার কারণে ব্রাজিলের ফুটবল-ভক্তরা রীতিমতো হতাশ। তবে কার্লোস দুঙ্গার দলটি আবারও স্বরূপে ফেরার জন্য মরিয়া।
×