ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারীর গর্ভে ডাইনোসর!

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ জুলাই ২০১৫

নারীর গর্ভে ডাইনোসর!

চিকিৎসকদের চক্ষু চড়ক গাছ। এ কী দেখছেন তারা আল্ট্রাসনোগ্রাফিতে। লিয়ান সালিভানের গর্ভে মানব শিশুর বদলে ডাইনোসরের ভ্রƒণ। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার পেটে আল্ট্রাসনোগ্রাফি করে দেখলেন প্রাগৈতিহাসিক যুগের বিলুপ্ত ডাইনোসরের মতোই দেখতে তার পেটের ভ্রƒণটি। জুরাসিক পার্ক সিরিজের নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড মুক্তি পাওয়ার মাত্র এক মাস আগে স্ক্যানে অদ্ভুত এ বিষয়টি ধরা পড়ে। তবে দেরিতে হলেও লিয়ানের বান্ধবী জেনি মেইসনের চোখ এড়ায়নি বিষয়টি। আল্ট্রাসনোগ্রাফিতে পাওয়া ছবির সঙ্গে ব্রন্টোসরাস প্রজাতির ডাইনোসরের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আর স্ক্যানের ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়া মাত্রই হিট! লিয়ান বলেন, একবার ভাল করে খেয়াল করলে আপনি আসলেই এটাকে ডাইনোসরের মতো মনে করবেন। যে সময় আল্ট্রাসাউন্ড স্ক্যানটি করা হয়, তখন ওই নারীর পেটে থাকা ভ্রƒণটির পূর্ণাঙ্গতা পেতে আরও ২০ সপ্তাহ সময় লাগত। ইংল্যান্ডের লিভারপুলের উইলিয়াম হিলে গ্রাহক সেবার কাজ করেন লিয়ান। বিশেষজ্ঞরা ধারণা করছেন, পুরো ব্যাপারটাই আলোর খেলা ছাড়া অন্য কিছু নয়। হয়ত তাই। তবে এ নিয়ে বেশ উচ্ছ্বসিত লিয়ান। আর সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে পাঁচ সপ্তাহ পরে শিশুটির ভূমিষ্ঠ হওয়ার পরেই। সূত্র: ইন্টারেনট
×