ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ষড়যন্ত্রের ত্রিদেশীয় সিরিজ এবং জিম্বাবুইয়ে সফর দুটোই বাতিল করল পাকিরা

গাদ্দারি পাকিস্তানী স্টাইল!

প্রকাশিত: ০৬:২৭, ২৬ জুলাই ২০১৫

গাদ্দারি পাকিস্তানী স্টাইল!

স্পোর্টস রিপোর্টার ॥ গাদ্দারির চূড়ান্ত স্টাইল প্রদর্শন করল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের টিকেট নিশ্চিত হওয়ায় কেবল ‘ষড়যন্ত্রের’ ত্রিদেশীয় সিরিজ নয়, গোটা জিম্বাবুইয়ে সফরই বাতিল করল দেশটি! চলমান শ্রীলঙ্কা সফরে এক ম্যাচ হাতে রেখে পাঁচ ওয়ানডের সিরিজ জয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ‘আট’ নম্বরে উঠে আসার পাশাপাশি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে আজহার আলির দল। গত দুই দিন দেশটির মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা হয়, ইঙ্গিত দেয়া হয়েছিল, জিম্বাবুইয়ে সফরে ওয়ানডে বাদ দিয়ে তাই কেবল টি২০ খেলা হবে। কিন্তু শনিবার এক ঘোষণায় সেটিও ঝুলিয়ে দিয়েছে পাকিস্তান; বলা হয়েছেÑ আপাতত জিম্বাবুইয়ে সফর করছে না তারা! শ্রীলঙ্কা সফরে আজ পঞ্চম ও শেষ ওয়ানডে খেলবে এরই মধ্যে ৩-১ এ সিরিজ নিশ্চিত করা পাকিস্তান। আজ হেরে গেলে এবং এরপর ষড়যন্ত্রের ত্রিদেশীয় সিরিজ কিংবা জিম্বাবুইয়ে সফরে দ্বিপক্ষীয় ম্যাচে পা ফঁসকালে ফের অনিশ্চিত হয়ে যাবে পাকিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। তাই শেষ পর্যন্ত মোটেই ঝুঁকি নিচ্ছে না তারা। এফটিপি, সৌজন্যবোধ ও ক্রিকেটীয় মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জিম্বাবুইয়ে সফরই বাতিল করতে যাচ্ছে পিসিবি। যদিও বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবে পিসিবির এক কর্তা বার্তা সংস্থা পিটিআইকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ওই কর্তার দাবি, পিসিবি নিজ স্বার্থে নয়, দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে আগস্টের ওই সফরটি আপাতত বাতিল করা হচ্ছে।
×